Advertisement
Advertisement

Breaking News

হিমাচল প্রদেশ

হিমাচলে বৃষ্টিতে বহুতল ভেঙে মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু সেনা জওয়ান

বেশ কয়েকজন ভারতীয় সেনা ও তাঁদের পরিবারের আটকে থাকার আশঙ্কা৷

A multi-storey building collapsed in Himachal Pradesh's Solan
Published by: Sayani Sen
  • Posted:July 14, 2019 7:46 pm
  • Updated:July 14, 2019 8:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বহুতলের রেস্তরাঁ ভেঙে মৃত্যু হল দু’জনের৷ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সোলানে৷ ধ্বংসস্তূপে বেশ কয়েকজন ভারতীয় জওয়ান এবং তাঁদের আত্মীয়দের আটকে থাকার আশঙ্কা করা হয়েছে৷ এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি৷

[ আরও পড়ুন: জল থইথই বিহার, পালকি-গাড়ি ছেড়ে এভাবেই শ্বশুরবাড়ি যাত্রা নববধূর]

বেশ কয়েকজন ভারতীয় সেনা তাঁদের আত্মীয়-পরিজনদের নিয়ে উত্তরাখণ্ডে যাচ্ছিলেন৷ রাস্তায় খিদে পেয়ে যায় প্রায় সকলের৷ তাই হিমাচল প্রদেশের সোলানে রাস্তার পাশে অবস্থিত বহুতলের রেস্তরাঁয় ঢোকেন তাঁরা৷ সেখানেই চলছিল খাওয়াদাওয়া,গল্পগুজব৷ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই রেস্তরাঁ৷ ভিতরে থাকা প্রত্যেকেই শিমলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের রেস্তরাঁর ভগ্নস্তূপে আটকে পড়েন৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷ রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ৷

Advertisement

একে একে ১৫জন ভারতীয় সেনাকে উদ্ধার করা হয়৷ তাঁদের প্রত্যেকের অবস্থা বেশ আশঙ্কাজনক৷ ধ্বংসস্তূপে আটকে থাকা দু’জনের মৃত্যু হয়েছে৷ তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি৷  ঘটনাস্থলে ৩০জন ভারতীয় জওয়ানের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: অসমে ভয়াবহ বন্যাতেও অক্ষত বিষ্ণুমূর্তি, ঐশ্বরিক ক্ষমতার কাছে হার প্রাকৃতিক বিপর্যয়ের!]

দিনকয়েক ধরে হিমাচল প্রদেশে চলছে ভারী বর্ষণ৷ রবিবার পরিস্থিতির আরও অবনতি হয়েছে৷ বিরামহীন বৃষ্টিতে ভূমিধস দেখা দিয়েছে চতুর্দিকে৷ তার জেরে এই দুর্ঘটনা বলেই অনুমান৷ চন্ডীগড়-শিমলা জাতীয় সড়কেও দেখা দিয়েছে ভূমিধস৷ গাড়ির গতি অত্যন্ত শ্লথ৷ দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন পুলিশকর্তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ