Advertisement
Advertisement
Tripura

ত্রিপুরার কলেজে সরস্বতীর ‘অশ্লীল’ প্রতিমা, এবিভিপি-বজরং দলের বিক্ষোভে ধুন্ধুমার

প্রতিমা গড়েছিল সরকারি আর্ট কলেজের এক ছাত্র।

A Saraswati Idol Without Saree Sparks Huge Row At Tripura Art College | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 15, 2024 11:07 am
  • Updated:February 15, 2024 2:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরার (Tripura) সরকারি কলেজে সরস্বতীর ‘অশ্লীল’ প্রতিমা নিয়ে তুঙ্গে বিতর্ক। লিচুবাগানে সরকারি চারুকলা বিদ্যালয়ের ওই মূর্তিতে শাড়ি না থাকায় ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়াদের একাংশ। ঘটনার প্রতিবাদ শামিল হয় বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং বজরং দল (Bajrang Dal)। সরস্বতী প্রতিমার একটি ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। পরিস্থিতি উত্তপ্ত হলে বিবৃতি দিয়ে প্রতিমা বদলে ফেলে কলেজ কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, চলতি বছরের পুজোর জন্য সরস্বতী প্রতিমাটি বানান আর্ট কলেজেরই এক ছাত্র। এবিভিপির অভিযোগ, ওই প্রতিমা ‘অশ্লীল’। কারণ দেবীর পরনে ছিল না ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। এবিভিপির সাধারণ সম্পাদক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভুলভাবে দেবী সরস্বতীকে তুলে ধরা হয়েছে। দিবাকর বলেন, “আমরা সবাই জানি, আজ বসন্ত পঞ্চমী। সারা দেশে দেবী সরস্বতীর পুজো করা হয়। সকালে আমরা খবর পাই সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজে ভুল তথা ‘অশ্লীল’ ভাবে দেবী সরস্বতীর প্রতিমা তৈরি করা হয়েছে।”

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরের চাইতেও বেশি! লোকসভা ভোটে বাংলার জন্য কত বাহিনী চাইল কমিশন?]

আগরতলায় রয়েছে ওই আর্ট কলেজ। এবিভিপি এবং বজরং দলের বিক্ষোভের জেরে ছাত্রের তৈরি প্রতিমাটিকে শাড়ি দিয়ে ঢেকে ফেলা হয়। পরে সেটিকে সরিয়ে নতুন প্রতিমা এনে পুজো করা হয়। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি করে বিক্ষোভকারীরা। এমনকী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সেনের হস্তক্ষেপেরও দাবি ওঠে। এদিকে কলেজ কর্তৃপক্ষ বিবৃতিতে দিয়ে দাবি করেছে, হিন্দু মন্দিরগাত্রের ঐতিহ্যবাহী স্টাইলেই ওই প্রতিমা গড়া হয়েছিল। ধর্মীয় ভাবাবেগের আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। পরিস্থিতি উত্তপ্ত হলে কলেজে পুলিশ যায়। যদিও লিখিত অভিযোগ করেনি হিন্দুত্ববাদী দুই দল।

 

[আরও পড়ুন: রাজ্যসভায় ফের মনোনয়ন জয়ার, বচ্চন দম্পতির মোট সম্পত্তির পরিমাণ তাক লাগায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ