Advertisement
Advertisement

Breaking News

জঙ্গি

উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, নিকেশ হিজবুল মুজাহিদিন সদস্য

খতম হওয়া ওই জঙ্গির কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

A terrorist killed in Jammu Kashmir's Budgam encounter
Published by: Sayani Sen
  • Posted:June 30, 2019 7:13 pm
  • Updated:June 30, 2019 7:13 pm

মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের অশান্ত উপত্যকা৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে রবিবার সকাল থেকে উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। বুদগামে দু’পক্ষের গুলি বিনিময়ে নিকেশ এক জঙ্গি৷ খতম হওয়া ওই জঙ্গি পাকিস্তানি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য৷ তার কাছ প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷ 

[ আরও পড়ুন: বাড়ছে স্বার্থের সংঘাত, কাশ্মীরে দ্বিধাবিভক্ত হিজবুল-লস্কর-আইএস]

সেনাবাহিনী সূত্রে খবর, রবিবার সকালে জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় রুটিন তল্লাশিতে চলছিল৷ বুদগামে ঢুকে পড়ে তল্লাশি বাহিনী৷ আচমকাই সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ তাতে সঙ্গত দেন গ্রামবাসীরাও৷ বেশ কয়েকঘণ্টা ধরে চলতে থাকে দুপক্ষের গুলির লড়াই৷ বেশ কিছুক্ষণ পর ওই এলাকা থেকে এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়৷ তাদের কাছ থেকে অত্যাধুনিক বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ জানা গিয়েছে, ওই জঙ্গির নাম হিলাল ভাট৷ সে পুলওয়ামার আরমুল্লার বাসিন্দা৷ নিকেশ হওয়া ওই জঙ্গি হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর বলেই ভারতীয় সেনা সূত্রে খবর৷ 

Advertisement

[ আরও পড়ুন: যোগীরাজ্যে বিপাকে হিন্দুরাই! ঘরছাড়া শতাধিক পরিবার]

গত ১৪ ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সেনা কনভয়ের ভিতরে ঢুকে হামলা চালায় জঙ্গিরা৷ স্বাধীনতার পর সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনায় চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান শহিদ হন৷ সেই ঘটনার পর থেকে দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছে উপত্যকায়। একদিকে যেমন জঙ্গি নিকেশে বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনারা। দু’দিন আগেই কাশ্মীরে গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি দেখে শাহ জানিয়েছিলেন, ছ’মাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট হবে। আবার সোমবার থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা৷ তার আগেই আবারও কাশ্মীর উত্তপ্ত হয়ে ওঠার ঘটনায় প্রশাসনিক আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ আরও প্রকট হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ