BREAKING NEWS

২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘দেশদ্রোহীদের’ বিরুদ্ধে চার্জশিটের দাবিতে আন্দোলনে এবিভিপি

Published by: Sangbad Pratidin Digital |    Posted: March 2, 2017 9:25 am|    Updated: March 2, 2017 9:25 am

ABVP protest marching in Delhi seeking sedition charges against ‘Anti-National’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্র-রাজনীতি নিয়ে উত্তপ্ত দিল্লি। একদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং অন্যদিকে বামপন্থী সংগঠনগুলি। গতকালই আইসা সদস্যদের উপর আঘাত হানা এবং দিল্লি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুই সদস্যকে সাসপেন্ড করেছে এবিভিপি। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে জড়ো হন এবিভিপি সদস্যরা। গত বছর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে তদন্ত এবং চার্জশিট দাখিলের দাবিতে এদিন আন্দোলনে শামিল হন এবিভিপি সমর্থকরা।

(বরের বেশে বিয়ে করতে এল কনে, প্রথা ভেঙে স্ত্রীর পদবি গ্রহণ স্বামীর)

প্রসঙ্গত, গত বছর জেএনইউ ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল উমর খালিদ-সহ বেশ কিছু ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে। এর পাশাপাশি এই ছাত্র-ছাত্রীরা আফজল গুরুর ফাঁসির বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক সৃষ্টি হয়। এই ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে।

(কোক-পেপসি বয়কটের সিদ্ধান্ত নিল তামিলনাড়ু)

দিল্লির রামজস কলেজের ঘটনা নতুন করে সেই ঘটনাকেই উসকে দিয়েছে। পুরনো ঘটনাকে ঢাল করেই নতুন করে আন্দোলনে নেমেছে এবিভিপি।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে