Advertisement
Advertisement

Breaking News

কাঁওর যাত্রীদের তাণ্ডবে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

দিল্লির ঘটনায় গ্রেপ্তার ১৷

Act against Kanwariyas who indulge in violence: SC
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2018 4:26 pm
  • Updated:August 10, 2018 4:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির পর উত্তরপ্রদেশ৷ পরপর দু’দিন ধরে কাঁওর যাত্রীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট৷ হামলার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷

[পরীক্ষায় টোকাটুকি রুখতে বন্ধ ইন্টারনেট, বিপুল ক্ষতির মুখে টেলিকম সংস্থাগুলি]

অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল শুক্রবার সুপ্রিম কোর্টে এই বিষয়টি উত্থাপন করেন৷ মামলার শুনানি হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে৷ অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, কাঁওর যাত্রীরা প্রায়ই নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে৷ খুব সামান্য কারণেই অশান্তি তৈরি করছেন তাঁরা৷ পুণ্যার্থীদের আইন ভাঙার ঘটনা দেশের পক্ষে বিপজ্জনক৷ এই ঘটনার শীর্ষ আদালতের হস্তক্ষেপের আরজি জানান অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল৷ এরপর অভিযুক্ত কাঁওর যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ৷

Advertisement
[বিজেপি-বিরোধী মহাজোটে ধাক্কা, শামিল হচ্ছে না কেজরিওয়ালের আপ]

ঘটনার সূত্রপাত হয় গত ৭ আগস্ট৷ দিল্লির মোতিনগরে গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়৷ এরপরই রীতিমত লাঠিসোটা নিয়ে ওই গাড়িটিতে ভাঙচুর করতে শুরু করে কাঁওর যাত্রীরা৷ সেই সময় গাড়িতে ছিলেন এক মহিলা-সহ দুজন৷ ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷ সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়৷ সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ৷ বৃহস্পতিবার বছর ছাব্বিশের এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ ধৃত রাহুল আলিয়াস বিলা, পশ্চিম দিল্লির উত্তম নগরের বাসিন্দা৷ এর আগে ছয়-সাত মাস জেলে কাটিয়েছে সে৷ চুরির মামলায় ২০১৪ সালে জামিনে মুক্তি পায় বিলা৷ দিল্লির পর উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় কাঁওর যাত্রীরা৷ রাস্তায় ফেলে মারধর করা হয় এক ঊর্দিধারীকে৷  ভিডিওর সূত্র ধরেও সেই ঘটনারও তদন্ত করছে পুলিশ৷ অভিযুক্তরা এখনও অধরা৷ 

Advertisement
[মুসলিমকে বিয়ে, বাঙালি মহিলার শ্রাদ্ধের অনুমতি দিল না দিল্লির কালীমন্দির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ