Advertisement
Advertisement
Australia

আদানির পাশেই অস্ট্রেলিয়া, হিন্ডেনবার্গ রিপোর্টেও অটল আলবানিজ সরকার

শেয়ার বাজারে জোর ধাক্কা খেয়েছে আদানি গোষ্ঠী।

Adani still significant investor in Australia, investment fully functional: High Commissioner Barry O'Farrell | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 7, 2023 10:19 am
  • Updated:March 7, 2023 10:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুর হয়েছে রক্তক্ষরণ! শেয়ার বাজারে জোর ধাক্কা খেয়েছে আদানি গোষ্ঠী। এহেন পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়ে শিল্পগোষ্ঠীটির পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।

সোমবার দিল্লিতে অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও’ফ্যারেল জানান, অস্ট্রেলিয়ায় এখনও আদানিরা বড় মাপের বিনিয়োগকারী। সংবাদ সংস্থা এএনআই-র প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় আদানিদের লগ্নি ভালই। সমস্ত কাজ সঠিকভাবেই চলছে। তাদের (আদানি) ব্যবসায় কোনও প্রভাব পড়েছে বলে কোনও রিপোর্ট আমার কাছে নেই। অস্ট্রেলিয়ায় আদানিদের বড় মাপের বিনিয়োগ আছে।” হোলিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আহমেদাবাদ আসছেন বলেও জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: হোলিতে কালো ত্রিপলে ঢাকল মসজিদ, ‘সম্প্রীতি রক্ষা’য় পদক্ষেপ আলিগড়ে]

গত ফেব্রুয়ারি মাসেই ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ায এক কয়লাখনি বন্ধক রেখে ঋণ নিতে চলেছে আদানি গোষ্ঠী। সেই টাকায় বাজারের ধার মেটাবে তারা। ধার মেটাতে ধার করার এই পদ্ধতি আদানি গোষ্ঠীর জন্য আরও বিপজ্জনক হতে পারে, বলছেন বিশেষজ্ঞরা।

Advertisement

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে ঋণদাতা সংস্থার থেকে সদার্থক বার্তা পেয়েছে গৌতম আদানির সংস্থা। তবে বাধা হয়ে দাঁড়াতে পারে হিন্ডেনবার্গের বিতর্কিত রিপোর্ট। জানা গিয়েছে, ক্ষতিয়ে দেখা হচ্ছে শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে। সেই পরীক্ষায় পাস করলেই ঋণ মিলবে।

উল্লেখ্য, হিন্ডেনবার্গের রিপোর্টে আদানি (Adani) গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপির অভিযোগ আনার পরেই সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলো। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) নীরব থাকায় কটাক্ষ করে রাজনৈতিক দলগুলি। যদিও গেরুয়া শিবিরের দাবি, গোটাটাই ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এমন ডামাডোলের আবহে ক্রমশ ‘গরিব’ হচ্ছেন গৌতম আদানি (Gautam Adani)। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় যেমন নিচে নামছেন বিতর্কিত শিল্পপতি, তেমনই তাঁর সংস্থাগুলিরই সম্পদের পরিমাণ হুড়মুড় করে কমছে।

[আরও পড়ুন: আদানি কাণ্ডে চিনা নাগরিকের ‘সন্দেহজনক ভূমিকা’, জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ