Advertisement
Advertisement

Breaking News

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না আধার কার্ড

এ ব্যাপারে কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

ADHAAR cards cannot be used random without permit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2016 10:03 am
  • Updated:September 16, 2016 10:03 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ডের তথ্য আর যথেচ্ছ ব্যবহার করা যাবে না৷ কোনও কারণে কোনও সংস্থা যদি তা ব্যবহার করে তবে কোন ক্ষেত্রে ও কী কারণে তা ব্যবহার করা হচ্ছে তা জানাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে৷ এ ব্যাপারে কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

তাতে বলা হয়েছে, আধার কার্ড বা তার সংখ্যা সংগ্রহ করা, গচ্ছিত রাখা এবং ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট নাগরিকের অনুমতি নিতে হবে৷ শুধু তা-ই নয়, কী কারণে ও কোন কোন ক্ষেত্রে কতটা পরিমাণে ওই তথ্য ব্যবহার করা হচ্ছে তারও বিশদ জানাতে হবে৷ যদি উল্লিখিত কারণ ছাড়া অন্য কোনও কারণে ওই সংখ্যা ব্যবহার করা হয়, তবে ওই ব্যক্তি বা সংস্থাকে জবাবদিহি করতে হবে৷

Advertisement

আধার আইন ২০১৬ অনুযায়ী আধার কার্ডের গোপন বায়োমেট্রিক তথ্য কোনও কারণে কারও সঙ্গে ভাগ করে নেওয়া যাবে না৷ কেন্দ্রের সাম্প্রতিকতম বিজ্ঞপ্তিতে পুরনো বিধিতে এল সামান্য বদল৷ নতুন বিধি অনুযায়ী কোনও সংস্থা যেমন বিনা অনুমতিতে এবং কারণ না জানিয়ে আধার সংখ্যা ব্যবহার করতে পারবে না৷ তেমনই নাগরিকের গোপন তথ্যও প্রকাশ্যে আনতে পারবে না৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ