সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধ জিগিরের মধ্যেই ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত। বৃহস্পতিবার ভোরে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এবার একই অপারেশনের মাধ্যমে ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর উদ্যোগ নিল নয়াদিল্লি।
বিদেশ মন্ত্রকের জারি করা নির্দেশিকা বলা হয়েছে, স্থল সীমান্ত হয়ে ইজরায়েল থেকে ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। সেখান থেকে বিশেষ বিমানে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে। এই পুরো বিষয়টি তদারকি করবে তেল আবিবে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। ওই নির্দেশিকা অনুযায়ী, ইজরায়েলে আটকে থাকা যে সকল ভারতীয় দেশে ফিরতে চান তাঁদের https://www.indembassyisrael.gov.in/indian_national_reg এই পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। এছাড়াও বিশেষ কোনও সহায়তার জন্য তেল আবিবে থাকা ভারতীয় দূতাবাসে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে। কোনও প্রশ্ন থাকলে সেখানে ফোন করতে পারবেন আটকে থাকা ভারতীয়রা। সেজন্য, +972 54-7520711, +972 54-3278392 এই দুটি ফোন নম্বর ও [email protected] এই ইমেল আইডিটিতে যাবতীয় বিষয় জানতে পারবেন আটকে থাকা ভারতীয় নাগরিকরা।
উল্লেখ্য, ৬ দিন পেরিয়ে গিয়েছে। ইরান-ইজরায়েল সংঘর্ষে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইরানের রাজধানী তেহরান-সহ ইসলামিক দেশটির নানা প্রান্তে ভয়ংকর হামলা চালাচ্ছে ইহুদি সেনা। গতকাল রাতভর দফায় দফায় আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। যার পালটা দিতে ইজরায়েলে ফতেহ হাইপারসনিক মিসাইল ছুড়েছে ইরানি সেনা। তবে এই পরিস্থিতিতে যেন কোনও ভারতীয়কে বিপদে পড়তে না হয়, তার জন্য চেষ্টা করছে ভারত। মধ্যপ্রাচ্যের দু’দেশের যুদ্ধ জিগিরের মধ্যেই আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জোর তৎপরতা শুরু করেছে নয়াদিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.