১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

বাংলাদেশে বন্দর গড়বে ভারত

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 4, 2016 10:51 am|    Updated: June 4, 2016 10:51 am

After Iran's Chabahar, India eyeing Paira port in Bangladesh

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী নীতিন গড়করি জানান, ইরানের চাবাহারের ধাঁচেই বাংলাদেশে বন্দর নির্মাণের পরিকল্পনা করছে ভারত৷
মুম্বই থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি৷ বলেন, পশ্চিমবঙ্গের সাগরে গভীর সমুদ্র বন্দরে ১৪.৫ মিটার পর্যন্ত নাব্যতা মিলতে পারে৷ জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ এই বন্দরে মু‌ড়িগঙ্গা নদীর উপর রেল রোড সেতুটি নির্মাণ করবে৷ এটি নির্মাণের ফলে কলকাতা-হলদিয়া বন্দরের কারবারও অনেক বাড়বে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে