BREAKING NEWS

২১ অগ্রহায়ণ  ১৪৩০  বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পাঁচ রাজ্যের রায়

মিজোরাম (৪০/৪০) এগিয়ে / জয়ী
এমএনএফ ১০
জেডপিএম ২৭
কংগ্রেস
বিজেপি
অন্যান্য
মধ্যপ্রদেশ (২৩০/২৩০) জয়ী
বিজেপি ১৬৪
কংগ্রেস ৬৫
অন্যান্য
রাজস্থান (১৯৯/২০০) জয়ী
বিজেপি ১১৫
কংগ্রেস ৬৯
অন্যান্য ১৫
ছত্তিশগড় (৯০/৯০) জয়ী
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য
তেলেঙ্গানা (১১৯/১১৯) জয়ী
বিআরএস ৩৯
কংগ্রেস ৬৪
বিজেপি
এআইএমআইএম
অন্যান্য

মাদক চক্রে জড়িত বায়ুসেনার উইং কমান্ডার গ্রেফতার

Published by: Sangbad Pratidin Digital |    Posted: October 5, 2016 5:04 pm|    Updated: October 5, 2016 5:06 pm

Air Force wing commander arrested for involving in drug racket

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক চক্রে জড়িয়ে থাকার দায়ে গ্রেফতার হল ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার৷ ওই উইং কমান্ডার ছাড়াও ঘটনায় জড়িত আছেন এক গবেষক ও তাঁর স্ত্রী৷ এই দম্পতিকে জেরা করে, জি রাজশেখর রেড্ডি নামের ওই উইং কমান্ডারের কথা জানতে পারে পুলিশ৷

৩০ সেপ্টেম্বর পুলিশ ২২১ কেজি নিষিদ্ধ মাদক আটক করে হায়দরাবাদের মিঞাপুর থেকে৷ প্রাথমিক তদন্তের পর একটি মাদক চক্রের সন্ধান পায় হায়দরাবাদ পুলিশ৷ সেই চক্রের সন্ধান করেই পুলিশ গ্রেফতার করে গবেষক ভেঙ্কট রাও ও তাঁর স্ত্রীকে৷ তাঁদের জেরা করেই আরেক গবেষক রবিশংকর রাওকে আটক করে পুলিশ৷ এমনকি বেঙ্গালুরুতে ভেঙ্কটের ফ্ল্যাট থেকে ১ কোটি ২৩ লক্ষ টাকাও উদ্ধার হয়৷

পুলিশি জেরার মুখে রবিশংকর ও ভেঙ্কট এই মাদক চক্রের কথা স্বীকার করে৷ এবং উইং কমান্ডার রাজশেখর রেড্ডি এই চক্রের প্রধান বলেই তাঁরা অভিযোগ তোলেন৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো৷ এবং শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় ওই কম্যান্ডারকে৷

জি রাজশেখর রেড্ডির কাছ থেকে পুলিশ ৭ লক্ষ ৫ হাজার টাকা ও একাধিক মোবাইল উদ্ধার করেছে বলেই জানা যাচ্ছে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে