Advertisement
Advertisement
Air India Flight

এবার যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার কলকাতাগামী বিমানে! রানওয়েতে শঙ্কিত যাত্রীরা, তারপর…

'টেক অফে'র ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে।

Air India flight from Hindon to Kolkata delayed after technical snag
Published by: Kishore Ghosh
  • Posted:June 15, 2025 5:46 pm
  • Updated:June 15, 2025 6:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দগদগে ঘা এখনও শুকোয়নি। তার মধ্যেই ফের ভয় ধরাল এয়ার ইন্ডিয়ার বিমান। উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতাগামী ওই বিমানে রবিবার যান্ত্রিক গোলোযোগ ধরা পড়ে। শঙ্কিত যাত্রীদের বেশ কিছুক্ষণ রানওয়েতেই অপেক্ষা করতে হল। শেষ পর্যন্ত অবশ্য উড়ানের সমস্যা মিটিয়ে আকাশপথে নিরাপদে যাত্রা করে বিমানটি।

Advertisement

রবিবার দুপুরে ‘টেক অফে’র ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৫১১ নম্বরের বিমানটিতে। পাইলট কোনওরকম ঝুঁকি নিতে চাননি। ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে সমস্যা মেটান। এই কারণেই প্রায় ঘণ্টা খানেক দেরিতে ছাড়ে বিমানটি। শঙ্কিত যাত্রীরা রানওয়েতেই অপেক্ষা করেন। এই বিষয়ে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার তরফে দুঃখপ্রকাশ করা হয়। যাত্রীদের মধ্যে কেউ সফর বাতিল করলে টিকিটের পুরো মূল্য ফেরানো হবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার দ্বিতীয় বৃহত্তম বিমান দুর্ঘটনার সাক্ষী হয় ভারত। অহমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময় পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। যাত্রী, ক্রু সদস্য ও পাইলট মিলিয়ে বিমানে ছিলেন মোট ২৪২ জন। দুর্ঘটনায় একজন যাত্রী ছাড়া সকলেরই মৃত্যু হয়েছে। আহমেদাবাদে বিমানবন্দরে বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হলেও আকাশের-আতঙ্ক কাটছে না!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement