Advertisement
Advertisement

ভোডাফোনকে জোর টেক্কা, ১৯৮ টাকার আকর্ষণীয় প্ল্যান আনল এয়ারটেল

কী থাকছে এয়ারটেলের ১৯৮ টাকার প্ল্যানটিতে?

Airtel offers 1GB data per day for Rs 198
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2017 9:37 am
  • Updated:September 22, 2019 5:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। গ্রাহকদের সেরা পরিষেবা দিতে একে অপরের সঙ্গে লাগাতার পাল্লা দিয়ে চলেছে টেলিকম সংস্থাগুলি। ভোডাফোনের ১৯৯ টাকার অফার সামনে আসতেই আসরে নামে এয়ারটেল। তারাও প্রি-পেড গ্রাহকদের জন্য নিয়ে হাজির ১৯৮ টাকার রিচার্জ প্ল্যানটি।

[শীতে রোগ থেকে রেহাই চান? তাহলে ঘরেই তৈরি করুন চ্যবনপ্রাশ]

রিলায়েন্স জিও বাজারে আসার পর টেলিকম জগতে প্রতিযোগিতা আরও বেড়ে গিয়েছে। ফলে সস্তায় নানা আকর্ষণীয় অফারের কথা ঘোষণা করছে অন্যান্য কোম্পানিগুলিও। জিওর ১৪৯ টাকার প্ল্যানের পালটা দিতেই ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান বাজারে এনেছিল ভোডাফোন। এবার একই অর্থে আরও বেশি পরিষেবা পাবেন এয়ারটেল গ্রাহকরা। বলা ভাল, টেক স্যাভিদের জন্য এ অফার দারুণ আকর্ষণীয়। কী থাকছে এয়ারটেলের ১৯৮ টাকার প্ল্যানটিতে? গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন এক জিবি থ্রি জি ও ৪ জি ডেটা। তবে এতে কোনও ভয়েস কলের অফার থাকছে না। রিচার্জের মেয়াদ ২৮ দিন। যদিও কোম্পানির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে জানা যাচ্ছে, শীঘ্রই MyAirtel অ্যাপে এই রিচার্জের অফারটি যুক্ত হবে।

Advertisement

[জেনে নিন, কীভাবে বাড়িতে বসেই আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাবেন]

এই প্ল্যানের মাধ্যমেই সরাসরি ভোডাফোনকে টক্কর দিল এয়ারটেল। তাছাড়া ভোডাফোনের অফারটিতে একাধিক সীমাবদ্ধতা রয়েছে। ১৯৯ টাকার অফারে ২৮দিনের জন্য মিলবে ১জিবি ডেটা। পাশাপাশি প্রতিদিন ২৫০ মিনিট লোকাল ও এসটিডি কলের সুবিধা পাবেন গ্রাহকরা। তার বেশি সময় কল খরচ করলে খরচ হবে প্রতি মিনিটে ৩০ পয়সা। সপ্তাহে ১০০০ মিনিটই কল করা যাবে। নয়া রিচার্জ প্ল্যানের পাশাপাশি এয়ারটেলের ১৪৯ টাকারও একটি প্ল্যান রয়েছে। যেখানে গ্রাহকরা ২৮ দিনের জন্য পাবেন ৩০০এমবি ডেটা এবং সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ