Advertisement
Advertisement
Amritpal Singh

অমৃতপালের পাশে নেই অকাল তখত, খলিস্তানি নেতাকে আত্মসমর্পণের নির্দেশ জাঠেদার হরপ্রীতের

গত ১৮ মার্চ থেকে কোনও খোঁজ নেই অমৃতপালের।

Akal Takht Jathedar asks Amritpal Singh to surrender। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 26, 2023 1:22 pm
  • Updated:March 26, 2023 1:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও অধরা অমৃতপাল সিং (Amritpal Singh)। খলিস্তানি (Khalistan) নেতাকে তন্নতন্ন করে খুঁজেও তাঁর হদিশ পায়নি পুলিশ। গত শনিবার থেকেই তিনি পলাতক। গোয়েন্দা সূত্রের দাবি, ঘনঘন নিজের অবস্থান পালটে ফেলছেন অমৃতপাল। শোনা গিয়েছে, পাঞ্জাব থেকে হরিয়ানা হয়ে তিনি নাকি আপাতত আত্মগোপন করেছেন দিল্লিতে। এই পরিস্থিতিতে অকাল তখতের জাঠেদার গিয়ানি হরপ্রীত সিং অমৃতপালকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেন। পাশাপাশি গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”অমৃতপাল যদি পুলিশের নাগালের বাইরে থেকেই থাকেন তাহলে আমি তাঁকে বলব পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশকে তদন্তে সহযোগিতা করতে।” দেশজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের একাধিক পরিকল্পনা ছিল অমৃতপালের, এমনটাই উঠে এসেছে গোয়েন্দাদের তদন্তে। ইতিমধ্যেই অমৃতপালের একাধিক সঙ্গীদের গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাবের সীমানা পেরিয়ে ভারতের অন্যান্য রাজ্যেও অমৃতপালের মতাদর্শ ছড়িয়ে পড়েছিল। খলিস্তানপন্থী কাণ্ড ঘটানোর জেরে ইতিমধ্যেই ডিব্রুগড়ের জেলে আটক রয়েছেন বেশ কয়েকজন। কিন্তু গত ১৮ মার্চ থেকে কোনও খোঁজ নেই অমৃতপালের।

Advertisement

[আরও পড়ুন: ‘ভগবান রামকেও বনবাসে যেতে হয়েছিল, প্রধানমন্ত্রী কাপুরুষ’, মোদিকে তোপ প্রিয়াঙ্কার]

এদিকে একটি অডিও পাওয়া গিয়েছে, যেখানে দিল্লির প্রগতি ময়দানে উড়তে থাকা তেরঙ্গাকে সরিয়ে খলিস্তানি পতাকা ওড়ানোর হুমকি দিতে দেখা গিয়েছে খলিস্তানিদের। আগামী সেপ্টেম্বরেই প্রহতি ময়দানে জি২০ বৈঠক রয়েছে। তার আগে এই ধরনের হুমকিতে পরিষ্কার, ওই এলাকাকে এখন থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। অডিও ফাইলটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কেও কটু ভাষা প্রয়োগ করা হয়েছে।

[আরও পড়ুন: মহিলারা দেশের চালিকা শক্তি! ৯৯তম ‘মন কি বাতে’ নারীশক্তির জয়গান মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement