Advertisement
Advertisement

মুলায়মের ধমক খেয়ে শিবপালকে মন্ত্রিসভায় ফেরাচ্ছেন অখিলেশ

মুলায়ম সিং যাদবের হস্তক্ষেপে দলের কোন্দল খানিকটা হলেও থামল৷

Akhilesh keeps Shivpal in his ministry for Mulayam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 5:19 pm
  • Updated:October 27, 2020 1:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের হস্তক্ষেপে দলের কোন্দল খানিকটা হলেও থামল৷ এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পরিবার এবং দলের কোনও ফারাক নেই আমার কাছে৷ উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ আমার কাছে৷” এদিন যে কোনও বিতর্কিত বিষয়ে মন্তব্য করতেও অস্বীকার করেন সমাজবাদী পার্টি নেতা৷

অন্যদিকে, মুলায়ম সিং-এর ধমক খাওয়ার পর কিছুটা হলেও পিছু হঠতে বাধ্য হলেন অখিলেশ যাদব৷ যে শিবপাল যাদবকে নিয়ে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছিল সেই শিবপালকে মন্ত্রিসভায় ফেরাচ্ছেন অখিলেশ৷ সোমবার সপা-র সদর দফতরে অখিলেশ-শিবপাল-অমর সিংয়ের হাতাহাতির পর নেতাজির সঙ্গে দু’দফায় বৈঠক করেন অখিলেশ এবং শিবপাল৷ সেখানেও শিবপাল এবং অমর সিং সম্পর্কে নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করেছিলেন মুলায়ম সিং৷

Advertisement

ছেলে অখিলেশকে বুঝিয়ে দিয়েছিলেন দলে থাকতে গেলে এবং মুখ্যমন্ত্রিত্ব করতে গেলে শিবপালের সঙ্গে কোনওরকম বিরোধ করা চলবে না৷ সোমবার বাবা-সুপ্রিমো মুলায়মের কঠোর মনোভাবের ইঙ্গিত পাওয়া গেলেই কিছুটা হলেও পিছু হঠলেন অখিলেশ যাদব৷ মঙ্গলবার যে চারজন মন্ত্রীকে সরিয়ে দিয়েছিলেন, তাঁদের ডেকে পাঠান অখিলেশ নিজেই৷ বৈঠক হয়৷ তখনই অখিলেশ শিবপাল-সহ চারজনকে জানিয়ে দেন তাঁদের ফের মন্ত্রিসভায় নেওয়া হচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement