Advertisement
Advertisement

Breaking News

Aligarh Muslim University

১২৩ বছরে প্রথমবার, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পেল মহিলা উপাচার্য

দেশের সেরা তিনটি বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যর দায়িত্ব পেলেন তিন মহিলা।

Aligarh Muslim University gets 1st woman vice-chancellor
Published by: Biswadip Dey
  • Posted:April 24, 2024 1:14 pm
  • Updated:April 24, 2024 1:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিগড় মুসলিম বিশ্ববিদ‌্যালয়ে (Aligarh Muslim University) প্রথম মহিলা উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নাইমা খাতুন। উত্তরপ্রদেশের এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলাকে উপাচার্য পদে নিয়োগ করল শিক্ষামন্ত্রক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পাওয়ার পরেই মন্ত্রকের তরফে নাইমাকে দায়িত্ব দেয়।

এই নিয়ে সাম্প্রতিককালে দেশের সেরা তিনটি বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যর দায়িত্ব পেলেন তিন মহিলা। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য হলেন শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। ২০২৩ সালে জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য পদের মেয়াদ শেষ করেন নাজমা আখতার। ১৯৮৮ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে কর্মজীবন শুরু করেন নাইমা।

Advertisement

[আরও পড়ুন: ‘দেশের জন্য মঙ্গলসূত্র উৎসর্গ করেছেন আমার মা’, মোদিকে জবাব প্রিয়াঙ্কার]

এর পর ধাপে ধাপে সাইকোলজি বিভাগের অ‌্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর ও বিভাগীয় প্রধান পদে উন্নীত হন। ২০১৪ সালে উইমেনস কলেজের প্রিন্সিপাল হন । বিদেশের কলেজেও পড়িয়েছেন। পলিটিক‌্যাল সাইকোলজিতে পিএইচডির পর দিল্লির স্টাডি অফ ডেভলপিং সোসাইটিস ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ডকটরালের কাজ করেন। বহু বইও লিখেছেন নাইমা। সম্পাদনাও করেছেন। মহিলা হিসাবে এর আগে ১৯২০ সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আচার্য হন বেগম সুলতান জাহান।

Advertisement

[আরও পড়ুন: বাড়ির অমতে বিয়ে তরুণীর, এক বছর পরে জামাইবাবুকে কুপিয়ে খুন শ্যালকদের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ