Advertisement
Advertisement

Breaking News

অনলাইনে জোড়া সেল, মোবাইল-সহ একগুচ্ছ পণ্যে ৮০% পর্যন্ত ছাড়

ডার্বির দুপুরে ছুটির মেজাজে কিনে ফেলুন মনপসন্দ স্মার্টফোন।

Amazon, Flipkart offer heavy discounts in online sale
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2018 11:35 am
  • Updated:September 17, 2019 3:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই সাধারণতন্ত্র দিবস। তার আগে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। শনি ও রবিবার ধরলে লম্বা ছুটির মরশুম। উৎসবের মেজাজে গোটা দেশের মানুষ। আর ছুটির এই মরশুমকে মাথায় রেখেই দেশের দুই বৃহত্তম ই-কমার্স সাইট নিয়ে এসেছে জোড়া সেল। রবিবার থেকে একদিকে আমাজন-এ শুরু হয়েছে ‘গ্রেট ইন্ডিয়ান সেল’, অন্যদিকে ফ্লিপকার্ট-এ চলছে ‘রিপাবলিক ডে সেল’। মোবাইল ফোন, টিভি, ফ্রিজ-সহ একগুচ্ছ ইলেকট্রনিক্স পণ্য, পোশাক, শীতের নিত্যপ্রয়োজনীয় কনজিউমার গুডস পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। আসুন দেখে নেওয়া যাক এই সেলে আপনি কী কী কিনতে পারেন বেশ সস্তাতে।

[নিয়মিত চা পান করলে বাড়ে বুদ্ধি ও একাগ্রতা]

এই ধরনের সেলে সাধারণ ক্রেতাদের সিংহভাগই বাজেট স্মার্টফোনের দিকে ঝোঁকেন। সেই প্রবণতার কথা মাথায় রেখেই Google Pixel 2 XL, Samsung Galaxy S7, Xiaomi Mi MIX 2, Xiaomi Redmi Note 4, Lenovo K8 Plus ও Moto G5 Plus-এর মতো ফোন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, অডিও সিস্টেম, ক্যামেরা, বাড়ির নিত্যব্যবহার্য নানান জিনিসপত্রে, জুতো-জামা, কিচেন অ্যাপ্লায়েনস বেশ কম দামে পাওয়া যাচ্ছে। অনলাইন রিটেলারদের দাবি মোতাবেক, ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার ছাড়াও মিলছে ৮০% পর্যন্ত ছাড়। আমাজন-এ HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে অতিরিক্ত ১০% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ফ্লিপকার্ট-এ Citibank-এর কার্ডে ওই একই ছাড় পাওয়া যাচ্ছে।

Advertisement

[ছেলেরা সাবধান! ত্বকের যত্ন না নিলে অকালেই পড়তে পারে বার্ধ্যকের ছাপ]

এবার একনজরে দেখে নেওয়া যাক কী কী স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে-

Advertisement

১. Pixel 2 XL: এই সেলে পাওয়া যাচ্ছে ৪৮,৯৯৯ টাকায়।

২. Samsung Galaxy S7: কিনতে পারবেন ২৬,৯৯০ টাকায়।

৩. Xiaomi Mi MIX 2: সেলে পাওয়া যাচ্ছে ২৯,৯৯৯ টাকায়।

৪. Samsung Galaxy On Nxt (64GB): দাম মাত্র ১০,৯৯৯ টাকা।

৫. Xiaomi Redmi Note 4: পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায়।

৬. Lenovo K8 Plus: এই সেলে দাম মাত্র ৮,৯৯৯ টাকা।

৭. Moto G5 Plus: পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায়।

৮. Smartron t.phone P: নতুন এই ফোনটির দাম ৭,৯৯৯ টাকা।

৯. Infinix Note 4: অফারে দাম ৭,৯৯৯ টাকা।

১০. Panasonic Eluga A3: কিনতে পারেন ৬,৪৯৯ টাকায়।

এছাড়াও একগুচ্ছ নামীদামি ব্র্যান্ড যেমন, Apple, OnePlus, Samsung, Puma, Adidas, Wrangler, Titan, Marks & Spencer, American Tourister, Vero Moda, BPL, Micromax, TCL, Lenovo, HP, IFB, Bosch, D’Décor, Philips, Lakme, Pampers, LG, Whirlpool, Bajaj, Prestige, Usha, McAfee and Kaspersky-র নানা পণ্যে পাবেন জম্পেশ ডিসকাউন্ট। তাহলে আর দেরি না করে রবিবার ডার্বির দুপুরে কিনেই ফেলুন আপনার মনপসন্দ ইলেকট্রনিকস পণ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ