Advertisement
Advertisement

Breaking News

স্বাধীনতা দিবসে কোন শাড়ি পরবেন, নেটিজেনদের শরণাপন্ন মার্কিন রাষ্ট্রদূত

জানেন, কী করেছেন তিনি?

 American Envoy To India Needs Help With #SareeSearch For Independence Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2017 3:09 pm
  • Updated:August 4, 2017 3:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজায় সমস্যায় পড়েছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত মারিকে কার্লসন। সামনেই ভারতের ৭০তম স্বাধীনতা দিবস। ভারতীয়দের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনে শামিল হতে চান তিনিও। কিন্তু, জামদানি, দুপিয়ান, কাঞ্জিভরম, নাকি তুসার, ১৫ আগস্ট কোন শাড়ি পরবেন, তা কিছুতেই ঠিক করতে পারছেন না মার্কিন রাষ্ট্রদূত। অগত্যা টুইটারের শরণাপন্ন হয়েছেন তিনি।

[ডোকলাম বিবাদের জেরে ভারতের বাজার থেকে উধাও চিনা রাখি]

Advertisement

গত কয়েক দিন ধরে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে জামদানি, দুপিয়ান, কাঞ্জিভরম, তুসার শাড়ি পরে নিজের বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করছেন মার্কিন রাষ্ট্রদূত মারিকে কার্লসন। ১৫ আগস্ট কোন শাড়িটি পরা উচিত, তা জানিয়ে টুইটার ইউজারদের ভোট দিতে বলেছেন তিনি। গত ২ আগস্ট দিল্লিতে খাদি ইন্ডিয়া স্টোরে শাড়ি কিনতে গিয়েছিলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত। সেই ভিডিওটিও টুইটারে শেয়ার করেছেন। নিচে লিখেছেন, ‘ভারতীয় শাড়ি ভালবাসি’।

Advertisement

 

 

 


টুইটারে ভারতের মার্কিন রাষ্ট্রদূত মারিকে কার্লসনের এই অভিনব উদ্যোগে বেশ ভালই সাড়া মিলছে। অনেকেই নিজেদের পছন্দ জানিয়ে টুইট করেছেন। একজন বিদেশিনী হয়েও তিনি যে স্বাধীনতা দিবসে শাড়ি পরতে চাইছেন, তারও প্রশংসা করেছেন নেটিজেনরা।

[হাতে মদের বোতল নিয়ে খাদের কিনারে দাঁড়িয়ে ২ যুবক, তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ