Advertisement
Advertisement

Breaking News

Amit Shah Prashant Bhushan

‘মেদিনীপুরে মাস্ক, শারীরিক দূরত্ব ছাড়াই জনসভা’, শাহকে তোপ প্রশান্ত ভূষণের

এদিকে মোদির পুরনো টুইট হাতিয়ার করে শাহকে বিঁধল তৃণমূল।

Amit Shah in Bengal: Prashant Bhushan attacks home minister over no mask rally |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 20, 2020 12:56 pm
  • Updated:December 20, 2020 1:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে মমতা সরকারকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন অন্য বিরোধীরা। দিল্লির কেজরিওয়াল, তামিলনাড়ুর স্ট্যালিন, ছত্তিশগড়ের ভুপেশ বাঘেলরা ইতিমধ্যেই তৃণমূল নেত্রীর পাশে দাঁড়িয়েছেন। মমতার পাশে থাকার বার্তা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিক্ষুব্ধ বিজেপি নেতা যশবন্ত সিনহাও। এবার রাজনৈতিকভাবে মমতার পাশে দাঁড়ালেন আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhushan)। সেই সঙ্গে করোনা বিধি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপও দাগলেন।

প্রশান্ত ভূষণ, যিনি জাতীয় রাজনীতিকে এক কথায় পরিচিত প্রতিবাদী হিসেবে, কংগ্রেস (Congress) আমলে বহু দুর্নীতির বিরোধিতা করেছেন। বিজেপির আমলেও বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে আসছেন। গতকাল মেদিনীপুরে অমিত শাহর সভার (Amit Shah) ছবি দেখার পর টুইট করে বললেন,”মোদি-শাহর এই যুগলবন্দী দেশ থেকে গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়েছে।” প্রখ্যাত আইনজীবীর দাবি,”সমস্ত রাজনৈতিক নীতি আদর্শ ভুলে সব দলের উচ্ছিষ্টদের একত্রিত করেছে বিজেপি। অমিত শাহ জনসভা করছেন মাস্ক না পরে, শারীরিক দূরত্ববিধি শিকেয় তুলে। অথচ, এরাই সংসদের অধিবেশন বাতিল করে দেয় করোনার অজুহাতে। আসলে মোদি-শাহ গণতন্ত্রকেই শিকেয় তুলে দিয়েছে।” বস্তুত গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে শারীরিক দূরত্ববিধি যে মানা হয়নি, সেটা বলাই বাহুল্য। শুধু তাই নয়, সভায় যারা ছিলেন তাঁদের অনেকের মুখেই ছিল না মাস্ক। খোদ অমিত শাহকেও দেখা গিয়েছে বহুক্ষণ মাস্ক না পরে থাকতে। কৌশলী আইনজীবী সেটা নিয়ে প্রশ্ন তুলেই মমতার পাশে থাকার বার্তা দিলেন।

[আরও পড়ুন: বাংলার ‘গণতন্ত্র’ শুভেন্দুর যোগদানের মঞ্চে হল ‘গনতন্ত্র’, বানান বিভ্রাটে অস্বস্তিতে বিজেপি]

এদিকে, গতকাল কৃষক পরিবারে অমিত শাহর মধ্যাহ্নভোজন নিয়ে টুইটারে অভিনব ভঙ্গিতে বিজেপিকে (BJP) বিঁধেছে তৃণমূল। শাহকে বিঁধতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই (Narendra Modi) একটি পুরনো টুইটকে হাতিয়ার করছে তৃণমূল। ২০১৪ সালের এপ্রিল মাসে করা সেই টুইটে মোদি বিঁধেছিলেন তৎকালীন কংগ্রেস নেতাদের। তাঁর দাবি ছিল, “কংগ্রেস নেতারা দারিদ্র ভ্রমণে পারদর্শী। ক্যামেরা নিয়ে ওঁরা গ্রামে গ্রামে যায়, গরিবদের সঙ্গে খাবার খায় আর ছবি তোলে।” মোদির এই টুইটটির সঙ্গে শুধু অমিত শাহর গতকালের মধ্যাহ্নভোজনের ছবিটি জুড়ে পোস্ট করেছে তৃণমূল। যে টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ