সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও অধরা খলিস্তানি নেতা (Khalistani Leader) অমৃতপাল সিং। গোয়েন্দা সূত্রের দাবি ছিল, ঘনঘন নিজের অবস্থান পালটে ফেলছেন তিনি। পাঞ্জাব থেকে হরিয়ানা হয়ে রাজধানী দিল্লিতে নাকি ঢুকে পড়েছেন তিনি, এমনটাই শোনা যাচ্ছিল। এবার সিসিটিভিতে ধরা পড়ল দিল্লির পথে হেঁটে বেড়াচ্ছেন অমৃতপাল!
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অমৃতপালের মাথায় পাগড়ি নেই। তাঁর পরনে ডেনিম জ্যাকেট, চোখে সানগ্লাস। মুখে ছিল মাস্ক। তাঁর সঙ্গী পাপলজিৎ সিংকেও দেখা গিয়েছে ফুটেজে। মাস্কে মুখ ঢাকা ছিল তাঁরও। ফুটেজটি ২১ মার্চের। অর্থাৎ গত মঙ্গলবারের। এর ঠিক তিনদিন আগে, ১৮ মার্চ তাঁকে ধরতে হানা দিয়েছিল পুলিশ। সেই থেকেই পলাতক বিতর্কিত খলিস্তানি নেতা। সূত্রের দাবি, হরিয়ানার কুরুক্ষেত্র হয়ে অমৃতপাল পাঞ্জাব থেকে দিল্লিতে ঢুকে পড়েন। তবে অমৃতপাল এখনও দিল্লিতেই আছেন নাকি সেখান থেকে অন্যত্র সরে পড়েছেন, তা এখনও জানায়নি পুলিশ।
#WATCH | ‘Waris Punjab De’ chief Amritpal Singh, who’s on the run, was spotted without a turban and with a mask on his face in Delhi on March 21.
(Visuals confirmed by police) pic.twitter.com/3YhMtnRgp5
— ANI (@ANI) March 28, 2023
[আরও পড়ুন: বাড়ল প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা, নয়া ডেডলাইন জানাল কেন্দ্র]
খলিস্তানি সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’র প্রধান অমৃতপাল (Amritpal Singh)। গত মাসেই তাঁর ঘনিষ্ঠ অনুচর লভপ্রীত তুফানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই অমৃতপাল লভপ্রীতের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করতে আরজি জানান। সাফ জানিয়ে দেন, “এক ঘণ্টার মধ্যে সমস্ত অভিযোগ খারিজ না করলে ফল ভাল হবে না। অভিযোগ বাতিল না করলে যদি কোনও সমস্যা হয়, তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র প্রশাসন।” এরপরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। থানা ঘেরাও করেছিলেন অমৃতপালের অনুগামীরা। হামলায় আহত হন কয়েকজন পুলিশকর্মী।
[আরও পড়ুন: ‘দাদু ক্ষমা চেয়েছিলেন প্রমাণ করুন’, রাহুলকে চ্যালেঞ্জ সাভারকরের নাতির]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- এখনও অধরা খলিস্তানি নেতা অমৃতপাল সিং। গোয়েন্দা সূত্রের দাবি ছিল, ঘনঘন নিজের অবস্থান পালটে ফেলছেন তিনি।
- পাঞ্জাব থেকে হরিয়ানা হয়ে রাজধানী দিল্লিতে নাকি ঢুকে পড়েছেন তিনি, এমনটাই শোনা যাচ্ছিল।
- এবার সিসিটিভিতে ধরা পড়ল দিল্লির পথে হেঁটে বেড়াচ্ছেন অমৃতপাল! সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অমৃতপালের মাথায় পাগড়ি নেই। পরনে ডেনিম জ্যাকেট, চোখে সানগ্লাস।