Advertisement
Advertisement

Breaking News

এএন-৩২

এক সপ্তাহ পর অরুণাচলের জঙ্গলে ধ্বংসাবশেষ মিলল নিখোঁজ এএন-৩২ বিমানের

যাত্রীদের বেঁচে থাকা নিয়ে তুঙ্গে জল্পনা৷

AN-32 aircraft wreckage has been located in Arunachal Pradesh
Published by: Tanujit Das
  • Posted:June 11, 2019 3:36 pm
  • Updated:June 11, 2019 4:07 pm

অর্ণব আইচ: অবশেষে খোঁজ মিলল বায়ুসেনার নিখোঁজ বিমান এএন-৩২ এর৷ সূত্রের খবর, অরুণাচল প্রদেশের লিপো এলাকায় নিখোঁজ আন্তনভ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে উদ্ধারকারী দলের৷ মঙ্গলবার সকালে আকাশ পথে বিমানটির খোঁজ চালানোর সময়, বিমানটির ধ্বংসাবশেষ নজরে আসে বায়ুসেনার Mi-১৭ হেলিকপ্টারে৷ 

[ আরও পড়ুন: বিফলে গেল সব চেষ্টা, মৃত্যু হল ১৫০ ফুট কুয়োর নিচ থেকে উদ্ধার শিশুর ]

Advertisement

সূত্রের খবর, অরুণাচলের লিপো এলাকা থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তরে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে৷ এবং নদী ও জঙ্গলে ঘেরা ওই এলাকায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা৷ বিমানে যে ১৩ জন যাত্রী ছিলেন, তাঁদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি৷ আদৌ তাঁরা বেঁচে আছেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ৷

Advertisement

[ আরও পড়ুন: উত্তরপ্রদেশ পুলিশের ‘রোষে পড়ে’ গ্রেপ্তার সাংবাদিককে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের ]

গত ৩ জুন দুপুর ১টা নাগাদ অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার এএন-৩২ পণ্যবাহী বিমানটি৷ তখন বিমানটিতে সওয়ার ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন৷ জানা গিয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আন্তনভ বিমানটির৷ এবং তারপর থেকে এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি৷ বিমানটির খোঁজে কোমর বেঁধে নামে সেনা৷ বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই-৩০ ও সি-১৩৯ হারকিউলিসকে মোতায়েন করা হয়৷ এরপর তাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনা৷ কিন্তু তারপরেও খোঁজ না পাওয়ায়৷ নৌসেনাকেও খোঁজার কাজে নামানো হয়৷ কাজ শুরু করে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ