Advertisement
Advertisement
Andhra Pradesh

গণেশ পুজোর মণ্ডপে নাচতে নাচতে মৃত্যু যুবকের! প্রকাশ্যে মর্মান্তিক ভিডিও

হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি যুবককে।

Andhra Pradesh Man dies while dancing during Ganesh Puja celebrations | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 24, 2023 7:47 pm
  • Updated:September 24, 2023 8:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আনন্দের অনুষ্ঠানে আচমকা নেমে এল বিষাদের কালো ছায়া। ফের নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। তাও আবার মাত্র বছর ছাব্বিশের এক যুবকের। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ধর্মভরম এলাকায়। গণেশ পুজোর মণ্ডপে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হন ওই যুবক। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্যান্ডেল স্থানীয় নারী, পুরুষ, শিশুরা রয়েছে। কেউ বসে, কেউ দাঁড়িয়ে। জ্বলছে রঙিন আলো, সেই সঙ্গে তারাস্বরে চলছে গান। সেই গানের তালে নাচছেন দুই যুবক। তাদেরই একজন প্রসাদ আচমকা অচৈতন্য হয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়েন। এমন ঘটনায় সকলেই হতবাক হন। এর পর দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: উৎসবের মরশুমে ১১ রাজ্যের ন’টি বন্দে ভারত উদ্বোধন মোদির, কোন রুটে চলবে ট্রেনগুলো?]

নেটিজেনদের একাংশের দাবি, ডিজে বক্সের তীব্র আওয়াজে হার্ট অ্যাটাক হয়েছে যুবকের। যদিও চিকিৎসকরা এই বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। মৃত্যুর কারণ জানতে যুবকের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ্য, কোভিড পরবর্তী সময়ে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কদিন আগেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের একটি জিমে মর্মান্তিক ঘটনা ঘটে। জিমে গা ঘামাচ্ছিলেন এক ব্যক্তি। ট্রেড মিলে ছুটতে ছুটতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মর্মান্তিক সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।

[আরও পড়ুন: বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা, এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ