Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

আরএসএসের সঙ্গে কৌরবের তুলনা! রাহুলের বিরুদ্ধে আরও এক মামলা

আগামী ১২ এপ্রিল মামলাটির শুনানি।

Another defamation case against Rahul Gandhi। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:April 1, 2023 5:55 pm
  • Updated:April 1, 2023 5:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও অস্বস্তিতে রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘মোদি পদবি’ মন্তব্যের জেরে আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত। ডাক পাঠিয়েছে বিহারের বিশেষ আদালতও। এবার আরএসএসের (RSS) বিরুদ্ধে করা তাঁর মন্তব্যের জেরে আরেকটি মানহানির মামলায় জড়ালেন রাহুল।

হরিদ্বার আদালতে রাহুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন উত্তরাখণ্ডের আরএসএস কর্মী কমল ভাদুড়িয়া। আগামী ১২ এপ্রিল মামলাটির শুনানি। ঠিক কী বলেছিলেন রাহুল? গত জানুয়ারিতে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে হরিয়ানার আম্বালায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে ইঙ্গিত করতে দেখা গিয়েছিল, আরএসএস কর্মীরা ‘একবিংশ শতাব্দীর কৌরব’। তিনি বলেছিলেন, ”কৌরব কারা? আমি আপনাদের আগে বলতে চাই একবিংশ শতাব্দীর কৌরব কারা। তারা খাকি হাফপ্যান্ট পরে, হাতে লাঠি নেয়, শাখা করে। ভারতের ২-৩ জন কোটিপতি ওই কৌরবদের পাশে রয়েছেন।”

Advertisement

[আরও পড়ুন: এবার জন্ম তারিখ নিয়ে বিতর্কে শতরূপ ঘোষ, শুভেচ্ছা কুড়োতে ব্যবহার করেন লেনিনের জন্মদিন!]

প্রসঙ্গত, একই দিনে বিহারের বিশেষ আদালতেও হাজিরা দিতে বলা হয়েছে রাহুলকে। বিজেপি নেতা সুশীলকুমার মোদি রাহুলের নামে অভিযোগ দায়ের করার পরই তাঁকে ডেকে পাঠিয়েছিল পাটনার ওই আদালত। উল্লেখ্য, ২০১৯ সালের ভোটের প্রচার চলাকালীন তৎকালীন কংগ্রেস (Congress) সভাপতি কর্ণাটকের কোলারের এক সভায় ছড়া কেটে বলেছিলেন, “নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। এদের প্রত্যেকের নামেই মোদি আছে কেন? সব চোরেদের নামেই মোদি কেন থাকে?” এই মন্তব্যের জেরে ২ বছরের সাজা হয়েছে রাহুলের। খোয়াতে হয়েছে সাংসদ পদও।

[আরও পড়ুন: রুবি পর্যন্ত মেট্রোরুটে নতুন ভাড়া ঘোষণা, একনজরে দেখে নিন ভাড়ার তালিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ