Advertisement
Advertisement
Anubrata Mondal

Anubrata Mondal: ‘পুলিশ তো ওঁর পকেটে’, অনুব্রতর জামিনের বিরোধিতায় ফের CBI-এর হাতিয়ার ‘প্রভাবশালী’ তত্ত্ব

মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারি।

Anubrata Mondal to stay in jail for the rest of 2023 | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:December 5, 2023 1:06 pm
  • Updated:December 5, 2023 2:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরে আর জেলের বাইরে বেরনো হচ্ছে না অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। নতুন বছরের শুরুটাও কাটবে জেলের অন্ধকারেই। গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আর্জি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার আদালত জানিয়ে দিয়েছে, চার্জ গঠনের আগে কেষ্ট মণ্ডলের জামিনের শুনানি নয়। মামলার পরবর্তী শুনানি ২২ জানুয়ারি। আপারর বছরের শেষ ও বর্ষবরণ জেলেই কাটাতে হবে বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে।

এদিন শীর্ষ আদালতে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জির শুনানি ছিল। সেই আবেদনের বিরোধিতায় সরব হন সিবিআইয়ের আইনজীবী অ্যাডিশনার সলিসিটার জেনারেল এসভি রাজু। একাধিক তথ্য তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করেন কেষ্ট মণ্ডল ঠিক কতটা প্রভাবশালী। তিনি বলেন, “শাসকদলের ক্ষমতাকে কাজে লাগিয়ে জেলার রাজার মতোন থাকতেন অনুব্রত। জেলার পুলিশ অফিসারদের পোস্টিং উনি ঠিক করেন। পুলিশ ওঁর পকেটে।” এখানেই থামেননি তিনি। অ্যাডিশনাল সলিসিটার জেনারেলের আরও দাবি, “মামলার প্রত্যক্ষদর্শীদের ভয় দেখিয়েছেন। মিথ্যা মামলা দায়ের করে সিবিআইকে ঠেকানোর চেষ্টা করেছে।” এমনকী, বিশেষ বিচারককে হুমকি চিঠিও পাঠানো হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: মমতা-নীতীশ-অখিলেশরা নারাজ, বুধবার INDIA জোটের বৈঠক স্থগিত]

পালটা এনামুল হকের জামিনকে হাতিয়ার করে অনুব্রত মণ্ডলকে রেহাই দেওয়ার আর্জি জানান তাঁর আইনজীবী মুকুল রোহতগি। তিনি বলেন, “সিবিআই যাকে কিংপিন হিসেবে চিহ্নিত করেছেন সেই এনামুল হক জামিন পেয়ে গিয়েছেন। আরেক অভিযুক্ত সতীশ কুমারও জামিন পেয়েছেন। তাহলে অনুব্রত মণ্ডল কেন জামিন পেলেন না?”

Advertisement

দুপক্ষের সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট তদন্ত কোন পর্যায় রয়েছে, তা জানতে চান বিচারপতি। সিবিআই জানায়. ৫টি চার্জশিট জমা পড়েছে। ট্রায়াল শুরু হয়নি। এর পরই বিচারপতি জানিয়ে দেন, চার্জ গঠনের পর জামিন নিয়ে ভাবা যাবে। 

[আরও পড়ুন: শিশিরের বিরুদ্ধে CBI তদন্ত? কুণাল ঘোষের আবেদনে পালটা চিঠি অমিত শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ