Advertisement
Advertisement

প্রয়োজনে ফের সার্জিক্যাল স্ট্রাইক, জানিয়ে দিলেন নয়া সেনাপ্রধান

আগামী দিনে ভারতীয় সেনা ধারে-ভারে যে একই ঝাঁজ বজায় রাখবে সে ইঙ্গিতও দিয়ে রাখলেন৷

Army Chief Rawat hints of More Surgical Strikes Against Pak
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 9:52 am
  • Updated:January 4, 2017 9:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য দায়িত্ব নিয়েছেন ভারতীয় সেনার৷ তাঁর নিয়োগ নিয়েও বিস্তর সমালোচনা হয়েছিল৷ কিন্তু দায়িত্ব হাতে নিয়েই জেনারেল বিপিন রাওয়াত বুঝিয়ে দিলেন তাঁর ঝাঁজ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটতে পারে ভারত৷

কেন তাঁর থেকেও প্রবীণদের বাদ দিয়ে তাঁকেই সেনা প্রধান বাছা হল, সে প্রশ্ন উঠেছিল৷ তবে জেনারেল রাওয়াতের কথাই যেন, সে প্রশ্নের উত্তর দিচ্ছে৷ বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর ভাবনার সঙ্গে তাঁর চিন্তার বেশ মিল লক্ষ্য করা যায়৷ তাঁর নিয়োগ নিয়ে সমালোচনা যখন চলছেই, তখন মনোহর পারিকরের বক্তব্য, শুধু সিনিয়রিটি মাথায় রাখলে তো কম্পিউটারই সেনাপ্রধান বেছে নিতে পারত৷ প্রতিরক্ষা মন্ত্রী কেন রাওয়াতের উপর ভরসা রেখেছেন তা তাঁর কথাতেই স্পষ্ট৷ এদিন দেশের প্রতিরক্ষা বিষয়ে বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, শত্রুরা দেশ ধ্বংস করতে এলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে সেনার৷ দরকার হলে যে ফের সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, এমন সম্ভাবনাও জাগিয়ে রাখলেন তিনি৷

Advertisement

প্রসঙ্গত গত সেপ্টেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তা রিয়েল টাইম মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন জেনারেল রাওয়াত৷ মধ্যরাতের সেই আক্রমণের কৃতিত্ব অবশ্য তিনি তাঁর পূর্বসূরিদেরই দিচ্ছেন৷ তবে সেই সঙ্গে আগামী দিনে ভারতীয় সেনা ধারে-ভারে যে একই ঝাঁজ বজায় রাখবে সে ইঙ্গিতও দিয়ে রাখলেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ