Advertisement
Advertisement

চুরি হওয়া গাড়ি olx-এ খুঁজে পেলেন সেনা আধিকারিক

বাড়ির সামনে রাখা থাকত সাধের হন্ডা সিটি গাড়িটি৷ একদিন মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার পথে চক্ষু চড়কগাছ৷ চুরি হয় কুলবন্ত সিংয়ের সাধের গাড়ি৷ থানা-পুলিশ, কিছুই বাকি রাখেননি তিনি৷ কিন্তু কেউই কোন হদিশ দিতে পারেননি হারানো গাড়িটির৷

Army man tracks his stolen car on On OLX, Gets Thief Arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 7:23 pm
  • Updated:May 30, 2016 7:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অনেক বছর হল সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন কুলবন্ত সিং৷ কিন্তু এতদিনের পুরনো শরীরচর্চার অভ্যাস কী একদিনে যায়৷ তাই নয়ডায় বাড়ির সামনের একটি পার্কে প্রতিদিন সকালে যেতেন মর্নিং ওয়াকে৷ বাড়ির সামনে রাখা থাকত সাধের হন্ডা সিটি গাড়িটি৷ একদিন মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার পথে চক্ষু চড়কগাছ৷ চুরি হয় কুলবন্ত সিংয়ের সাধের গাড়ি৷ থানা-পুলিশ, কিছুই বাকি রাখেননি তিনি৷ কিন্তু কেউই কোন হদিশ দিতে পারেননি হারানো গাড়িটির৷

হারানোর গাড়ির সন্ধান যে নয়ডা পুলিশ তাঁকে দিতে পারবে না তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছিলেন ওই সেনা আধিকারিক৷ বাধ্য হয়ে, চুরির তদন্তভার নিজের কাঁধে তুলে নেন তিনি৷ কুলবন্ত সিংয়ের ধারণা ছিল চুরি হওয়া পণ্য অনেক সময় ওএলএক্স নামক সাইটে বেচে দেয় ধুরন্ধর চোরেরা৷ খানিকটা সেই ধারণা নিজের হারানো গাড়ির সন্ধানে সেই সাইটটি ঘাঁটতে শুরু করেন ওই সেনা আধিকারিক৷ একদিন সাইটটি সার্ফ করতে করতেই পুরনো একটি কালো রঙের সেডান গাড়িতে চোখ আটকে যায় ওই সেনা আধিকারিকের৷ গাড়িটি যে তারই হারানো হন্ডা সিটি গাড়ি৷ এমন কী, চুরির পর গাড়ির নম্বর প্লেটটিও বদলায়নি চোরবাবাজি৷ তাই তো খোঁজ পাওয়া গেল চুরি যাওয়া গাড়িটির৷ এরপরই ক্রেতা সেজে বিজ্ঞাপনদাতা আহমেদকে ফোন করেন কুলবন্ত সিং৷ আহমেদের প্রস্তাবে রাজি হওয়ার ভান করেন তিনি৷ নির্ধারিত দিনে নয়ডারই একটি বিশেষ জায়গায় আহমেদ আসলে তাকে গ্রেফতার করে পুলিশ৷ পুলিশি জেরায় আহমেদ জানিয়েছে, জুলফিকার নামে এক ব্যক্তির থেকে গাড়িটি কেনে সে৷ কিছুদিন চড়ার পর গাড়িটি বেচে দিতে চেয়েই ওএলএক্সে বিজ্ঞাপন দিয়েছিল সে৷ নয়ডা পুলিশ এখন হন্য হয়ে খুঁজছে জুলফিকারকে৷ সত্যিই ধন্য জিনিস এই ওএলএক্স৷ সবকিছুই বেচা যায় এখানে, আবার পাওয়াও যায় নিজেরই হারিয়ে যাওয়া প্রিয় জিনিস৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement