Advertisement
Advertisement
Arvind Kejriwal

জেলে কেজরিওয়ালকে ধীরে ধীরে হত্যার চেষ্টা! বিস্ফোরক অভিযোগ আপের

রিপোর্ট তলব না করে কেন জেলের ডিজির সঙ্গে দেখা করতে যাচ্ছেন উপরাজ্যপাল? প্রশ্ন আপের।

Arvind Kejriwal being pushed towards slow death in jail, blame AAP

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:April 20, 2024 4:06 pm
  • Updated:April 20, 2024 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলে মধ্যে ধীরে ধীরে হত্যার চেষ্টা চলছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। তিহাড় জেলের (Tihar Jail) অন্দরে কেজরির অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন আপ (AAP) নেতা সৌরভ ভরদ্বাজ। সুগার লেবেল বেড়ে যাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে ওষুধ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছে আপের তরফে।

শনিবার সাংবাদিক বৈঠক করে আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, ”জেলের ভিতরে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, গত ২০-২২ বছর ধরে মুখ্যমন্ত্রী ডায়বেটিসের শিকার। সবাই জানে একবার এই রোগের ওষুধ ইনসুলিন শুরু হলে তা চালিয়ে যেতে হয়। যে ব্যক্তি গোটা দিল্লিকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দিয়েছে তাঁকেই আজ জেলে ওষুধ দেওয়া হচ্ছে না। অথচ জেলে একজন সাধারণ মানুষকেও সব সুবিধা দেওয়া হয়।”

Advertisement

[আরও পড়ুন: দূরদর্শনের গৈরিকীকরণ! লোগো বিতর্কে মুখ খুললেন প্রসার ভারতীর প্রধান]

একইসঙ্গে আপ নেতার অভিযোগ, ডাক্তারদের তরফে বারবার বলা হচ্ছে কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়ার জন্য। জেল প্রশাসন তা দিতে অস্বীকার করায় আদালতের দ্বারস্থ হতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। প্রশাসন ও দিল্লির উপরাজ্যপালের তরফে দাবি করা হচ্ছে, জেলে উনি (কেজরিওয়াল) যথেষ্ট নিরাপত্তার মধ্যে রয়েছেন। তবে ভরদ্বাজের পালটা দাবি, প্রশাসনের তরফে এমন দাবি করা হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। ওঁর সুগারের মাত্রা বাড়লে শিরার উপর তার প্রভাব পড়বে। যার জেরে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: আদালতে চলছে ট্রাম্পের বিচার, বাইরে গায়ে আগুন দিলেন যুবক!]

আপের তরফে প্রশ্ন তোলা হয়েছে, জেলের ডিজির সঙ্গে কেন দেখা করতে যাচ্ছেন উপরাজ্যপাল? যদি কোনও রিপোর্ট দেখার প্রয়োজন পড়ে তাহলে তিনি রিপোর্ট তলব করলেই পারতেন। কেন বারবার ডিজির সঙ্গে সাক্ষাৎ করছেন। পরিস্থিতি স্বাভাবিক নয়। একইসঙ্গে গত ১২ এপ্রিল থেকে মুখ্যমন্ত্রীর সুগার লেবেল তুলে ধরা হয়েছে আপের তরফে। যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সুগার ৩২০ পর্যন্ত পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকভাবেই উদ্বেগজনক।

উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশে জেলবন্দি থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গ্যাংস্টার নেতা মুখতার আনসারির। সেই ঘটনায় জেলের মধ্যে ‘স্লো পয়জন’ করে খুনের অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। এই ইস্যুতে রীতিমতো সরগরম জাতীয় রাজনীতি। এমন টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার কেজরিকে নিয়েও আশঙ্কা প্রকাশ করল আপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ