BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘সিসোদিয়ার বাড়িতে তল্লাশির পরে গুজরাটে আমাদের ভোট বেড়েছে’, আস্থা ভোটে জিতে হুঙ্কার কেজরির

Published by: Anwesha Adhikary |    Posted: September 1, 2022 2:27 pm|    Updated: September 1, 2022 4:22 pm

Arvind Kejriwal says Gujarat vote increased after allegations against Sisodia, wins no confidence motion | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির অপারেশন লোটাস মুখ থুবড়ে পড়েছে, এই কথা প্রমাণ করার জন্য নিজেই আস্থা ভোট ডেকেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার দিল্লি বিধানসভায় সহজেই আস্থা ভোটে জয় পেলেন কেজরি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে গুজরাটে আপের ভোটের পরিমাণ বেড়ে গিয়েছে। যদি দিল্লির উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন, তাহলে গুজরাটে আরও বেশি ভোট পাবে আপ। ফলে বিনা বাধায় সরকার গড়ে ফেলতে পারবে আম আদমি পার্টি।

বৃহস্পতিবার আস্থা ভোটের আগে বিধানসভায় (Delhi Assembly) ভাষণ দেন কেজরি। সেখানে তিনি বলেছেন, “মণীশের বিরুদ্ধে সিবিআই অভিযোগ আনার পরে গুজরাটে আমাদের ভোট আগের চেয়ে ৪ শতাংশ বেড়ে গিয়েছে। এরপর মণীশ যদি গ্রেপ্তার হয়, তাহলে আরও ৬ শতাংশ ভোট বেড়ে যাবে আমাদের। যদি দু’বার মণীশকে গ্রেপ্তার করে, তাহলে নিঃসন্দেহে আমরাই গুজরাটে সরকার গড়তে চলেছি।” কেন্দ্রকে নিশানা করে কেজরি বলেছেন, “সকলেই জানে যে মণীশকে গ্রেপ্তার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো সেরকমই সার্টিফিকেট দিয়েছেন আমাদের। তাছাড়াও গ্রেপ্তার করা রাজনীতির অঙ্গ। এটা চলতেই থাকবে।”

[আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি নির্বাচনেও কারচুপির আশঙ্কা, ভোটার তালিকা চাইল বিক্ষুব্ধরা]

আপ বিধায়ক মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে আবগারি আইনে তদন্ত শুরু করে সিবিআই। তাঁর বাড়িতেও তল্লাশি করেছে তদন্তকারী দল। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি সিবিআই। এহেন পরিস্থিতিতে মণীশ জানান, বিজেপির (BJP) তরফ থেকে তাঁকে আপ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিনিময়ে তাঁকে ২০ কোটি টাকা দেওয়া হবে এবং সমস্ত মামলা তুলে নেওয়া হবে। সিসোদিয়া এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরে অন্য আপ বিধায়কদের এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছিল আপ।

বিজেপির এই সক্রিয়তাকে ‘অপারেশন লোটাস’ বলে অভিহিত করে আপ। কেজরি জানান, আপ বিধায়কদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেই কারণেই কোনও কারণ ছাড়াই দিল্লি বিধানসভায় আস্থা ভোট করানোর ঘোষণা করেন কেজরি। তীব্র ডামাডোলের পর বৃহস্পতিবার ৫৯ জন আপ বিধায়ককে নিয়ে দিল্লি বিধানসভায় আস্থা ভোট হয়। সকলেই কেজরির পক্ষে ভোট দেন। ফলে মহারাষ্ট্রের আদলে দিল্লি সরকারের পতনের সম্ভাবনা আপাতত শেষ হয়ে গেল।

[আরও পড়ুন:ভারত-চিনকে একসঙ্গে মহড়ায় ডাক পুতিনের, আমেরিকাকে পালটা দিতে নয়া উদ্যোগ রাশিয়ার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে