Advertisement
Advertisement

Breaking News

Ashok Gehlot

৪০ লক্ষ মহিলা পাবেন স্মার্টফোন, ভোটমুখী রাজস্থানে ‘কল্পতরু’ অশোক গেহলট

ফোনগুলিতে তিন বছরের ইন্টারনেট পরিষেবাও মিলবে।

Ashok Gehlot announces Rajasthan govt to distribute smartphones to 40 lakh women। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 28, 2023 8:36 pm
  • Updated:April 28, 2023 8:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরই রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগেই ‘কল্পতরু’ রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। তাঁর ঘোষণা, আগস্ট মাসে রাখি উৎসবের সময় ৪০ লক্ষ মহিলাকে স্মার্টফোন দেবে তাঁর সরকার। কেবল ফোনই নয়, সেই সঙ্গে সেগুলিতে থাকবে তিন বছরের বিনামূল্যের ইন্টারনেটও! ভোটের আগেই এমনই জনমোহিনী ঘোষণা গেহলটের।

রাজস্থান (Rajasthan) সরকারের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে ‘চিরঞ্জীবী’ প্রকল্পের অধীনে নথিবদ্ধ করা হয়েছে ১ কোটি ৩৭ লক্ষ ৮২ হাজার ৯৫১টি পরিবারকে। এই পরিবারগুলির জন্য বছরে সর্বাধিক ২৫ লক্ষ টাকার চিকিৎসার ব্যয়ভার বহন করবে গেহলট প্রশাসন। এই সমস্ত পরিবারের মহিলাদেরই পরিবারের প্রধান ধরা হয়েছে। সেই মহিলাদেরই অর্থাৎ মোট ১.৩৫ কোটিরও বেশি জন পাবেন এই স্মার্টফোন (Smartphone)। কিন্তু যেহেতু এত অল্প সময়ে এত বেশি সংখ্যক ফোন তৈরি করা সম্ভব নয়, তাই আপাতত ৪০ লক্ষ মহিলাই পাবেন এই উপহার।

Advertisement

[আরও পড়ুন: পুরনিয়োগ মামলায় আপাতত ED-CBI নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ]

এদিন হনুমানগড়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অশোক গেহলট। আর সেখানেই তিনি এই ঘোষণা করেন। বলেন, ”আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে, ৪০ লক্ষ মহিলাকে এই ফোন দেওয়া হবে।” তবে এই ঘোষণা কিন্তু নতুন নয়। ২০২২ সালে রাজ্য বাজেট পেশ করার সময়ই এই প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছিল বর্ষীয়ান কংগ্রেস নেতাকে। এবার তিনি জানিয়ে দিলেন রাখির সময়ই ৪০ লক্ষ মহিলাকে স্মার্টফোন দেওয়ার কথা।

Advertisement

[আরও পড়ুন: ভরদুপুরে টিটাগড়ের ভরা বাজারে চলল গুলি, নমাজ পড়ে ফেরার পথে মৃত্যু তৃণমূল কর্মীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ