Advertisement
Advertisement

Breaking News

Assembly Election

‘লাল’ আতঙ্কের মাঝেই ছত্তিশগড়ে শুরু ভোটদান, রায় দেবে মিজোরামও

সুকমায় বিস্ফোরণ।

Assembly Election in Chhattisgarh and Mizoram underway | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:November 7, 2023 8:39 am
  • Updated:November 7, 2023 10:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও সন্ত্রাসের আবহেই ছত্তিশগড়ে শুরু ভোটদান। বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্বের প্রথম দফায় আজ ২০টি আসনে রায় দেবে জনতা। একই সঙ্গে মিজোরামেও মঙ্গলবার শুরু হয়েছে গণতন্ত্রের বৃহত্তম উৎসব।  

কড়া নিরাপত্তার মাঝেই এদিন সকালে ছত্তিশগড়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। মাওবাদী এলাকা-সহ রাজ্যে ভোটকর্মী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৬০ হাজার পুলিশ ও আধাসেনা। শেষ পাওয়া খবরের মতে, সুকমায় আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। আহত হয়েছেন এক কোবরা জওয়ান।   

Advertisement

বলে রাখা ভালো, মহাদেব ব্যাটিং অ্যাপ কাণ্ডে নাম জড়িয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। ফলে খানিকটা অস্বস্তিতে রয়েছে রাজ্যটির বর্তমান শাসকদল কংগ্রেস। মোদি ম্যাজিক কাজে লাগিয়ে সেখানে জমি দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি।  

Advertisement

[আরও পড়ুন:  ‘প্যালেস্টাইনের সঙ্গ ছাড়িনি’, ‘চাপের মুখে’ বন্ধু ইরানকে আশ্বাস মোদির]

মোট ৯০টি বিধানসভা আসন রয়েছে ছত্তিশগড়ে। আজ প্রথম দফায় ২০টি আসনে রায় দেবে জনতা। বাকি ৭০ আসনে ভোট হবে ১৭ নভেম্বর। উল্লেখ্য, গতকাল কাঁকের জেলায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে এক বিএসএফ জওয়ান এবং দুই ভোটকর্মী আহত হয়েছেন। ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার পথে মাওবাদী হামলার শিকার হন তাঁরা। ফলে নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে।

এদিকে, মণিপুর হিংসার আবহে মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হয়েছে মিজোরামে। উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যটিতে একদফায় ৪০টি বিধানসভা আসনে নির্বাচন হচ্ছে। প্রশ্ন হচ্ছে উত্তর-পূর্বে কি খাতা খুলতে পারবে কংগ্রেস? ২০১৮ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের সরকারকে হঠিয়ে ক্ষমতায় এসেছিল মিজ়ো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)। ওই ভোটে এমএনএফ জিতেছিল ২৭টি আসনে। মিজোরামের শাসকদল এমএনএফ ২০১৬ সাল থেকেই বিজেপি নেতৃত্বাধীন জোট ‘নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (নেডা)-র সদস্য। তবে মণিপুরের সাম্প্রতিক হিংসার জেরে বিজেপির বিরুদ্ধে খানিকটা অসন্তোষ রয়েছে দলে। 

[আরও পড়ুন: ভয় নেই! মণিপুরে জঙ্গিদের ফাঁদে পড়া কমান্ডোদের মৃত্যুমুখ থেকে ফেরাল সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ