BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বর্ষায় বেসামাল বিহার, বাজ পড়ে মৃত ৫৫

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 22, 2016 3:05 pm|    Updated: June 22, 2016 3:05 pm

At least 55 killed, 8 injured in lightning strikes in Bihar

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় এখনও সেভাবে দেখা মেলেনি৷ কিন্তু বর্ষার দাপটে নাজেহাল বিহার৷ মঙ্গলবার প্রবল ঝড় বৃষ্টিতে বিহারের বিভিন্ন স্থানে মোট ৫৫ জনের মৃত্যুর খবর মিলেছে বলে জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে৷ প্রত্যেকের মত্যুই বাজ পড়ার কারণে হয়েছে বলে জানা গিয়েছে৷ আহত হয়েছেন কমপক্ষে আট জন৷ আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷

ঝড়-বৃষ্টির দাপটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নালন্দা, ঔরঙ্গাবাদ, রোহতাস ও পূর্ণিয়া জেলায়৷ মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছে বিহার সরকার৷ মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ বুধবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে