Advertisement
Advertisement

Breaking News

Bangalore

সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ! মহিলার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ এনে বিপুল অর্থ লোপাট

গাড়ি দুর্ঘটনাতেও মহিলাকে ভুয়োভাবে দোষী সাব্যস্ত করে জালিয়াতরা।

Bangalore techie loses huge amount after falsely accused of terror funding and accident | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 4, 2023 3:58 pm
  • Updated:September 4, 2023 3:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত রয়েছে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট। একাধিক দুর্ঘটনা ঘটানোর দায়ও রয়েছে তাঁর উপরে। জোড়া দাবিতে বিভ্রান্ত করে এক মহিলার থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। বেঙ্গালুরুর বাসিন্দা ওই তথ্যপ্রযুক্তি কর্মীর থেকে প্রায় ৯৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। জালিয়াতির ফাঁদে পড়েছেন, সেটা বুঝতে পেরেই পুলিশে যোগাযোগ করেন তিনি। আপাতত আইটি অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

ওই তথ্যপ্রযুক্তি কর্মীর নাম মণিকা চৌহান। বেঙ্গালুরুর (Bengaluru) বাসিন্দা মণিকার কাছে দিনকয়েক আগে একটি ফোন আসে। সেখানে বলা হয়, মুম্বইতে একটি দুর্ঘটনা ঘটিয়েছে তাঁর গাড়ি। তাই মণিকার বিরুদ্ধে ট্রাফিক চালান কাটা হয়েছে। নিজেকে পরিবহন বিভাগের আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে এক ব্যক্তি মণিকাকে বলেন, মুম্বইতে (Mumbai) এসে আইনি লড়াই লড়তে হবে তাঁকে। কিন্তু মণিকা দীর্ঘদিন মুম্বইতে থাকেননি, সেখানে কোনও গাড়িও নেই তাঁর। এই কথা শুনতেই ওই আধিকারিক মণিকার আধার কার্ডের নানা তথ্য চান।

Advertisement

[আরও পড়ুন: অঙ্ক করেনি কেন? কিশোরকে টেবিলে শুইয়ে চেপে ধরে প্লাস্টিকের পাইপ দিয়ে মার শিক্ষকদের!]

তারপরেই আধিকারিক বলেন, মণিকার নামে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যেগুলি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। জোড়া অভিযোগ পেয়ে একেবারে বিভ্রান্ত হয়ে পড়েন মণিকা। আধিকারিকদের পরামর্শে ভেরিফিকেশনের জন্য আবেদন করেন তিনি। সেই বাবদ ৪৮ হাজার টাকা দেন মণিকা। তাঁকে বলা হয়, পরে এই অর্থ ফিরিয়ে দেওয়া হবে। দ্বিতীয় দফায় আরও বেশ কিছু টাকা দেন। মোট ৯৭ হাজার টাকা খোয়ান মণিকা। বেশ কয়েকদিন পরে মণিকা বুঝতে পারেন, জালিয়াতদের পাল্লায় পড়েছেন তিনি। তখন বেঙ্গালুরুর থানাতেই যোগাযোগ করে পুলিশকে সমস্ত বিষয়টি জানান। আপাতত গোটা ঘটনার তদন্ত চলছে।

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ে রহস্যমৃত্যু বিমানসেবিকার! বন্ধ ফ্ল্যাটে উদ্ধার গলার নলি কাটা দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ