Advertisement
Advertisement
Bank Holidays

উৎসবের মাসে ক’দিন বন্ধ ব্যাংক? দেখে নিন অক্টোবরে ব্যাংকের ছুটির তালিকা

অনলাইন ব্যাংকিং ও এটিএম পরিষেবা মিলবে, আশ্বাস কর্তৃপক্ষের।

Banks will be closed for 21 days in October, here is the full list | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 1, 2022 5:42 pm
  • Updated:October 1, 2022 5:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসে বহু উৎসব। অক্টোবর (October) মাসে দুর্গাপুজো, নবরাত্রি, দীপাবলি-সহ একাধিক উৎসবের উদযাপন মাতছেন দেশবাসী। এই সময়ে স্কুল-কলেজ, অফিস-কাছারি বন্ধ থাকে। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া তেমন কাজ হয় না কোনও দপ্তরে। প্রতি মাসেই সপ্তাহান্তে ছুটি বাদ দিয়েও ক্যালেন্ডার অনুযায়ী কাজ বন্ধ থাকে ব্যাংক-সহ নানা জনপরিষেবা ক্ষেত্রে। এই মাসে সেই ছুটি অনেকটাই বেশি। জানা যাচ্ছে, অক্টোবরের ৩১ দিনের মধ্যে ২১ দিনই বন্ধ থাকবে ব্যাংক (Bank holidays)। জেনে নিন কবে কবে মিলবে না ব্যাংকের পরিষেবা।

  • অক্টোবর ২ – গান্ধীজয়ন্তী (Gandhi Birthday) এবং রবিবার। দেশের সমস্ত শহরে ব্যাংক বন্ধ
  • অক্টোবর ৩ থেকে ৬ – দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, ওড়িশায় বন্ধ ব্যাংক
  • অক্টোবর ৮ – ইদ (Eid) উপলক্ষে ব্যাংক বন্ধ
  • অক্টোবর ৯ – লক্ষ্মীপুজো ও রবিবার, মিলবে না ব্যাংকের পরিষেবা
  • অক্টোবর ১৩ – করবা-চৌথ উপলক্ষে বন্ধ ব্যাংক
  • অক্টোবর ২৪ থেকে ২৭ – কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা উপলক্ষে তিনদিন ব্যাংক বন্ধ
  • অক্টোবর ৩১ – সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে গুজরাট, বিহার, ঝাড়খণ্ডে বন্ধ ব্যাংক

এর মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনি ও রবিবার দেশের কোনও শহরেই মিলবে না ব্যাংক পরিষেবা। সবমিলিয়ে সংখ্যাটা দাঁড়াবে ২১ দিন। অর্থাৎ ৩১ দিনের মধ্যে মাত্র ১০ দিন সমস্ত পরিষেবা পাবেন গ্রাহকরা।

Advertisement

[আরও পড়ুন: ‘বাংলা দুর্নীতিমুক্ত হোক’, EZCC’র পুজো উদ্বোধন করে প্রার্থনা সুকান্ত মজুমদারের]

এতগুলো দিন ব্যাংক বন্ধ থাকায় সমস্যা হতে পারে। তবে চিন্তার কিছু নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, ই-ব্যাংকিং ও এটিএম (ATM) পরিষেবা পাবেন যে কোনও সময়ে। বাকি যে ক’টি দিন ব্যাংক খোলা, সেসব দিনেও ভিড় এড়াতে গ্রাহকদের প্রতি কর্তৃপক্ষের পরামর্শ, অনলাইন ব্যাংকিংয়ে (Online banking) জোর দেওয়া হোক।

Advertisement

[আরও পড়ুন: দেবীপক্ষে ত্রাতা ২ মহিলা আরপিএফ, মৃত্যুর মুখ থেকে বাঁচালেন যাত্রীর প্রাণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ