Advertisement
Advertisement

দেশবাসীকে স্বস্তি দিয়ে কিছুটা কমল জ্বালানি-যন্ত্রণা

কতটা কমল দাম?

Bengal sees dip in petrol, diesel prices
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2018 6:18 pm
  • Updated:June 9, 2018 6:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশবাসীকে স্বস্তি দিয়ে গত ১১ দিন একটু একটু করে কমছে পেট্রল ও ডিজেলের দাম। আজ, শনিবারও এই ধারা বজায় থাকল৷ গত দু’সপ্তাহে এ নিয়ে ১১ বার ডিজেলের দাম কমল৷ টানা ১১ দিন দাম কমল পেট্রল ও ডিজেলের৷ তেল সংস্থা আইওসির দেওয়া তথ্য অনুসারে, আজ শনিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৪০-৪২ পয়সা৷ ডিজেল কমেছে ৩০-৩২ পয়সা৷ সব মিলিয়ে দেশজুড়ে এক টাকা দাম কমেছে বলে জানা গিয়েছে৷

শনিবার টানা ১১ দিন তেল দাম কমায় কলকাতায় পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৯.৬৮ টাকা৷ ডিজেলের দাম কমেছে ৭১.১৩ টাকা৷ শুক্রবার শহরের বাজারে পেট্রলের দাম ছিল ৮০.০৭ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭১.১৩ টাকা ছিল৷ দাম কম তেল সংস্থা আইওসির দেওয়া তথ্য অনুসারে, এদিন রাজধানীর বাজারে তেল বিক্রি হয়েছে ৭৭.০২ টাকায়৷ মুম্বইয়ে ৮৪.৮৪ টাকা, চেন্নাইয়ে ৭৯.৯৫ টাকায় পেট্রল বিক্রি হয়েছে৷ দিল্লিতে ডিজেল দাম দাঁড়িয়ে ৬৮.২৮ টাকা, মুম্বইয়ে ৭২.৭০ টাকা, চেন্নাইয়ে ৭২.০৮ টাকায় বিক্রি হয়েছে৷ লাগাতার তেলের দাম বৃদ্ধির জেরে চূড়ান্ত বিপাকে পড়ে সাধারণ মানুষ৷ একই সঙ্গে লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে চূড়ান্ত বিতর্কের মুখে পড়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে প্রচারও শুরু করে দিয়েছে বিরোধীরা৷ টানা তেলের দাম বৃদ্ধির জেরে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম৷ মুদ্রাস্ফীতিও আকাশ ছুঁয়েছে৷ ডলারের তুলনায় টাকার পতনও ঘটেই চলেছে৷ স্বাভাবিক ভাবেই শেয়ার বাজারের পতন ঘটেছে৷ নিম্নমুখী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকসান গুনছেন উদ্যোগপতিরা৷

Advertisement

একদিকে রাজনৈতিক চাপ ও অন্যদিকে পড়তি অর্থনীতির চাপে পেট্রোপণ্যের দাম কমানোটাই এখন বড় চ্যালেঞ্জ মোদি সরকারের কাছে৷ যদিও, পেট্রোপণ্যের দাম জিএসটি আওতায় আনার দাবি তুলতে শুরু করেছে বিরোধীরা৷ চলতি গ্রীষ্মের মরশুমে পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কিন্তু, সেই আশঙ্কাকে পাত্তাই দেয়নি কেন্দ্রীয় সরকার৷ উলটে পেট্রোপণ্যের উপর ধার্য এক্সাইজ ডিউটিতে কাটছাঁট করতে রাজিও হয়নি নয় কেন্দ্র৷ আর্থিক বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ আগেই জানিয়েছিলেন, দাম এমন কিছু বাড়েনি যার জন্য কেন্দ্রকে এখনই এক্সাইজ ডিউটি কমাতে হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ