Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে ধসের জেরে আটকে পড়ে বিপাকে বাংলার পর্যটকরা, দ্রুত পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উদ্ধারকার্যে নেমেছে সেনা, খোলা হয়েছে হেল্প লাইন৷

Bengal tourists trapped in land slide in Kashmir,CM Mamata order fast action
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2018 8:45 pm
  • Updated:May 30, 2018 8:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে ঘুরতে গিয়ে ধসের কবলে পড়লেন রাজ্যের পর্যটকরা৷ মঙ্গলবার লেহ থেকে ফেরার পথে ঘটে দুর্ঘটনাটি৷ কারগিল-শ্রীনগরের রাস্তায় ধস নামার ফলে সেখানেই আটকে পড়েন তাঁরা৷ ঘটনায় ইতিমধ্যেই প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গে৷

[ভরা মরশুমেও শিমলায় পর্যটকদের না যেতে অনুরোধ স্থানীয়দের, কিন্তু কেন?]

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সোনমার্গ ও দ্রাসের মাঝে সাইতান নালায় নামে ধস৷ বন্ধ হয়ে যায় দীর্ঘ ৪৩৪ কিলোমিটার সড়ক পথ। সেখানেই আটকে পড়েন রাজ্যের পর্যটকরা। দুর্গম এলাকায় চরম বিপদে পড়লেও স্থানীয় প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ করেন পর্যটকরা৷ তাঁদের পড়তে হয় খাবার ও পানীয় জলের চরম সংকটে৷ এই সমস্যায় বাড়তি উত্তাপ যোগ করেছে দুইদিনের ব্যাংক ধর্মঘট৷ প্রয়োজনীয় টাকা এটিএম থেকে তুলতে পারেননি পর্যটকরা৷ অথচ, চরমে পৌঁছেছিল খাবার ও জলের সমস্যা৷

Advertisement

[জাকার্তায় ঘুড়ি ওড়ালেন মোদি, পেট্রলের দাম ১ পয়সা কমা নিয়ে কটাক্ষ রাহুলের]

ঘুরতে গিয়ে রাজ্যের পর্যটকদের আটকে পড়ার ঘটনা জানতে পেরেই নড়চড়ে বসে প্রশাসন৷ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি কালিম্পংয়ে থাকলেও সেখান থেকেই নবান্নে নির্দেশ পাঠান৷ এরপরেই কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে রাজ্য প্রশাসন৷ সূত্রের খবর, সবরকম সহযোগিতার আশ্বাস মিলেছে জম্মু-কাশ্মীর সরকারের পক্ষ থেকে। খোলা হয়েছে বিশেষ হেল্প লাইন। ধস কবলিত এলাকায় শুরু হয়েছে উদ্ধারকার্য৷ নেমেছে সেনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ