Advertisement
Advertisement

Breaking News

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে মহিলা গ্রামীণ ব্যাঙ্ক

দেশ জুড়ে স্টেট ব্যাঙ্কের ১২৬টি 'মহিলা শাখা রয়েছে৷

Bharatiya Mahila Bank to be merged with SBI
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 21, 2017 9:14 am
  • Updated:March 21, 2017 9:14 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কিং পরিষেবার পরিধি বাড়িয়ে তোলা ও মহিলাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে এবার ভারতীয় মহিলা ব্যাঙ্ককে (বিএমবি) মিশিয়ে নেওয়া হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) সঙ্গে৷ সোমবার, এমনটাই ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ এক বিবৃতি যোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা এসবিআই-র নেটওয়ার্ককে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দেশজুড়ে মহিলাদের কাছে সুলভ ও উন্নতমানের ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে এই পদক্ষেপ সাহায্য করবে৷

[আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের]

দেশ জুড়ে স্টেট ব্যাঙ্কের ১২৬টি ‘মহিলা শাখা রয়েছে৷ এবং ২০১৩ সালে স্থাপিত  বিএমবি-র দেশ জুড়ে রয়েছে মাত্র ৭টি শাখা৷ এ পর্যন্ত প্রায় ১৯২ কোটি টাকার মহিলা ঋণ দিয়েছে বিএমবি৷ একই সময়ে প্রায় ৪৬,০০০ কোটি টাকার মহিলা ঋণ দিয়েছে এসবিআই৷ দেশজুড়ে প্রায় ২০,০০০ শাখা রয়েছে স্টেট ব্যাঙ্কের, এবং এসবিআই-র দুই লক্ষ কর্মচারীদের মধ্যে ২২ শতাংশ মহিলা৷

Advertisement

[‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল UGC]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ