Advertisement
Advertisement
Bilawal Jaishankar

এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতে পাক বিদেশমন্ত্রী, জয়শংকরের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

কয়েকদিন আগেই নাশকতা প্রসঙ্গে পাকিস্তানকে বিঁধে বার্তা দিয়েছিলেন ভারতীয় বিদেশমন্ত্রী।

Bilawal Bhutto Zardari will attend SCO meet in India, unlikely to meet S Jaishankar | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 26, 2023 3:45 pm
  • Updated:April 26, 2023 3:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন পরে ভারতে আসতে চলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। এসসিও সম্মেলনে (SCO) যোগ দেবেন বিলাওয়াল ভুট্টো জারদারি। তার মধ্যেই হয়তো ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, সেরকম দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কোনও সম্ভাবনা নেই। প্রসঙ্গত, দুই দেশের বিদেশমন্ত্রীই একে অপরের দেশকে বিঁধে একাধিকবার বার্তা দিয়েছেন। 

মে মাসের শুরুতেই এসসিও বৈঠকে যোগ দেবেন বিলাওয়াল। মে মাসের ৪ ও ৫ তারিখ বিদেশমন্ত্রীদের সম্মেলন হবে গোয়ায়। সেখানেই উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয় বিলাওয়ালকে (Bilawal Bhutto Zardari)। ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। গত সপ্তাহেই পাকিস্তানের তরফে জানানো হয়, ভারতে সম্মেলনে যোগ দেবেন বিলাওয়াল।

Advertisement

[আরও পড়ুন: ন’মাসে যেটা হল না ন’দিনে কী করে হল? প্রেসিডেন্সির সুপারকে তীব্র ভর্ৎসনা আদালতের]

পাকিস্তানের তরফে সরকারিভাবে এই কথা ঘোষণা করার কয়েকদিন পরেই পাকিস্তানকে কড়া বার্তা দেন জয়শংকর। পানামা সফরে গিয়ে তিনি বলেন, “প্রতিবেশীরা আমাদের দেশের মাটিতে নাশকতা চালানোর পরিকল্পনা করে। এহেন পরিস্থিতিতে সহযোগিতা করা খুবই কঠিন। বারবার তাঁদের বলা হয় সন্ত্রাসবাদী কার্যকলাপে যেন মদত না দেওয়া হয়। আশা করি একদিন এই আচরণ বন্ধ হবে।” যদিও এই বক্তৃতায় পাকিস্তানের নাম উল্লেখ করেননি জয়শংকর।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাক আশ্রিত জঙ্গিদের হাতে নিহত হন পাঁচ ভারতীয় জওয়ান। সেনার ট্রাকে হামলা চালিয়ে পুড়িয়ে দেয় জঙ্গিরা। তারপরেই বিদেশমন্ত্রকের মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়, এহেন পরিস্থিতিতে কি পাক বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জয়শংকর? সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, “নির্দিষ্ট একটি দেশের প্রতি আপাতত আমরা মন দিচ্ছি না। সামগ্রিকভাবে সম্মেলন যেন সফল হয়, সেদিকেই লক্ষ্য রাখছি।” তবে সূত্র মারফত জানা গিয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকের কোনও সম্ভাবনাই নেই। 

[আরও পড়ুন: বদলার ম্যাচের আগে শক্তি বাড়ল বিরাটদের, রাসেলকে ছাড়াই আজ আরসিবির বিরুদ্ধে কেকেআর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement