BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মোদিকে নিয়ে লোকসভায় রাহুলের মন্তব্য মানহানিকর, দাবি তুলে স্পিকারের দ্বারস্থ বিজেপি

Published by: Biswadip Dey |    Posted: February 8, 2023 11:24 am|    Updated: February 8, 2023 11:24 am

BJP called for action against Rahul Gandhi for his attack on PM Modi in parliament। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানি ইস্যুতে লোকসভায় প্রধানমন্ত্রী মোদিকে মঙ্গলবার কাঠগড়ায় তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর এই আক্রমণকে ঘিরে শোরগোল সৃষ্টি হয় সংসদে। এবার তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানিয়ে স্পিকারের দ্বারস্থ হল বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের দাবি, রাহুল যা বলেছেন তা ‘অবমাননাকর এবং অশালীন’।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানিয়ে চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। তাঁর দাবি, রাহুল কক্ষকে বিভ্রান্ত করেছেন এবং কোনও প্রমাণ ছাড়াই মোদিকে (PM Modi) ‘পুঁজিবাদী’ বলে তোপ দেগেছেন। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করার সময় রাহুল গান্ধী লোকসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিবৃতি রেখেছেন তা যাচাইবিহীন, অপরাধমূলক এবং মানহানিকর।’ এই ধরনের মন্তব্যকে ‘অসংসদীয়’ বলেও তোপ দাগেন তিনি। পাশাপাশি তাঁর মতে, রাহুল যে ধরনের কথা বলেছেন তা কক্ষের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: খাদ্যমন্ত্রকের আশ্বাসে প্রথম দিনেই রেশন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত, ২০ ফেব্রুয়ারি রাজভবন যাচ্ছেন ডিলাররা]

ঠিক কী বলেছিলেন রাহুল? তাঁর কথায়, ”২০১৪ সালের আগে গৌতম আদানি বিশ্বের ধনীদের তালিকায় ৬০৯ নম্বরে ছিলেন। কিন্তু মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরই কী যে জাদু হল, আদানি দু’নম্বরে পৌঁছে গেলেন। আমি তো বুঝতেই পারি না, সব ব্যবসাতেই আদানি ঢুকে পড়েন কী করে? আমি সরকারের থেকে মোদি ও আদানির মধ্যে কী সম্পর্ক কী তা জানতে চাই।”

তাঁর এই ধরনের মন্তব্যের পরই লোকসভার কক্ষে বিজেপি সাংসদদের হইহই করতে দেখা যায়। আইনমন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেস নেতাকে আক্রমণ করে বলে, ”এভাবে অভিযোগ তুলবেন না। প্রমাণ দিন।” পরিস্থিতি সামাল দিতে স্পিকার ওম বিড়লা বলে ওঠেন, ”কক্ষের ভিতরে পোস্টারবাজি চলবে না।” পরে সাময়িক ভাবে অধিবেশন মুলতুবি করে দেন তিনি। পরে অবার অধিবেশন শুরু হয়। কিন্তু বিতর্কের আঁচ যে কমেনি তা বোঝা গেল স্পিকারকে লেখা বিজেপির চিঠি থেকে।

[আরও পড়ুন: বাংলা ও ত্রিপুরার পরিস্থিতি কী? লকেটের কাছে জানতে চাইলেন খোদ প্রধানমন্ত্রী]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে