BREAKING NEWS

১৭ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

খাদ্যমন্ত্রকের আশ্বাসে প্রথম দিনেই রেশন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত, ২০ ফেব্রুয়ারি রাজভবন যাচ্ছেন ডিলাররা

Published by: Tiyasha Sarkar |    Posted: February 8, 2023 10:10 am|    Updated: February 8, 2023 10:10 am

Dealers decided to call off the ration strike on the first day | Sangbad Pratidin

ফাইল ছবি।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: খাদ্য মন্ত্রকের আশ্বাসে প্রথম দিনেই ধর্মঘট তুলে নিলেন রেশন ডিলাররা। তবে নিজেদের দাবিতে অনড় তাঁরা। নির্ধারিত দিন অর্থাৎ ২২ মার্চ পার্লামেন্ট অভিযান করবেন ডিলাররা। ২০ ফেব্রুয়ারি রাজ্যপালের কাছে পেশ করবেন স্মারকলিপি।

একাধিক দাবিতে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ তিনদিন রেশন দোকান বন্ধ রাখার ডাক দিয়েছিল ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। সেই মতো গতকাল দেশজুড়ে রেশন ধর্মঘটের প্রথম দিন ছিল। রাজ্যজুড়ে ১৭ হাজার ১২১টি রেশন দোকান ছিল বন্ধ। যার জেরে ৮ কোটি মানুষ রেশন পাননি। প্রথম দিনের ধর্মঘটের ফলাফল দেখে খাদ্য মন্ত্রকের তরফে থেকে আগামী ১৫ তারিখ ডিলারদের স্বার্থে বৈঠকে ডাকা হয়েছে। পাশাপাশি মন্ত্রকের তরফে আবেদন জানানো হয়, ৮ ও ৯ ফেব্রুয়ারির ধর্মঘট তুলে নেওয়ার জন্য।

[আরও পড়ুন: আদালতে নিজেকে নির্দোষ দাবি পার্থ’র! ‘নাটক, আমার সামনে ওর নাম করবেন না’, গর্জে উঠলেন কুণাল]

মন্ত্রকের আবেদন বিবেচনা করেই ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসেন ডিলাররা। মঙ্গলবার রাতে সংগঠনের সাধারন সম্পাদক বিশ্বম্ভর বসু এবিষয়ে ডিলারদের সঙ্গে বৈঠকের পর জানান, ডিলারদের দাবিতে গুরুত্ব দেওয়ার হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সেই কারণেই আপাতত ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসছেন তাঁরা। তবে নিজেদের দাবিতে ডিলারদের পার্লামেন্ট অভিযান ২২ মার্চ অর্থাৎ নির্ধারিত দিনেই হবে। তার আগে ২০ ফেব্রুয়ারি রাজভবনে স্মারকলিপি দিতে যাবেন ডিলাররা। শিয়ালদহ থেকে মিছিল করে রাসমণি পর্যন্ত গিয়ে ডিলারদের প্রতিনিধি দলে যাবে রাজভবন।

[আরও পড়ুন: বিধানসভার বাজেট অধিবেশনে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনছে রাজ্য, প্রস্তুতিপর্ব বয়কট বিজেপির]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে