Advertisement
Advertisement

মালেগাঁও পুরভোটে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী দিল বিজেপি

৪৫টির বেশি আসনে সংখ্যালঘু প্রার্থী৷

BJP fields more than 45 Muslim candidate for Malegaon civic polls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2017 9:14 am
  • Updated:May 18, 2017 9:14 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের মালেগাঁওতে গত পুরভোটে ২৪ আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি৷ কিন্তু বিশেষ লাভ হয়নি৷ একটি আসনও জিততে পারেনি তারা৷ উল্টে ১২ জন প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছিল৷ তাই এবার পুরভোটে বাজিমাত করতে সংখ্যালঘু তাস থেলল বিজেপি৷ মালেগাঁও পুরসভার ৪৫টিরও বেশি আসনে মুসলিম প্রার্থীদের দাঁড় করিয়েছে কেন্দ্রের শাসক দল৷ দেশে কোনও একটি নির্বাচনে বিজেপির হয়ে এত জন মুসলিম প্রার্থী আগে কখনও প্রতিদ্বন্দ্বিতা করেননি৷

[হ্যাক হল Zomato, চুরি গেল ১ কোটিরও বেশি গ্রাহকের তথ্য ]

চলতি মাসে ২৪ তারিখে মহারাষ্ট্রে মালেগাঁও পুরসভায় ভোট৷ ৮৪ আসনের এই পুরসভায় ৭৭টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি৷ যার মধ্যে ৪৫টিরও বেশি আসনে প্রার্থীরা হলেন মুসলিম৷ কংগ্রেস ৭৩টি আসনে প্রার্থী দিয়েছে৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি ও জনতা দল সেকুলার জোটের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৬টি আসনে৷ ২৫টি আসনে প্রার্থী দিয়েছে শিবসেনা৷ অন্যদিকে মালেগাঁও পুরভোটে এবার প্রথম প্রতিদ্বন্দ্বিতা করবে হায়দরাবাদের আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-ও৷ ৩৭টি আসনে প্রার্থী দিয়েছে তারা৷

Advertisement

[জানেন, যোগীর রাজ্যে গর্ভবতীরা কেন এই চুড়ি পরছেন? ]

তবে বিজেপির প্রার্থী তালিকা নিয়েই এখন আলোড়িত রাজনৈতিক মহল৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেথানে যোগী আদিত্যনাথের মতো একজন হিন্দুত্ববাদী নেতাকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছে বিজেপি, সেখানে সামান্য একটি পুরভোটে কেন এতজন মুসলিম প্রার্থীকে দাঁড় করানো হল? রাজনৈতিক  মহলের মতে, মুসলিম অধ্যুষিত মালেগাঁও-এ ২০০৮ সালে এই মালেগাঁও শহরে গাড়ি বিস্ফোরণের মৃত্যু সাতজনের৷ তদন্তে নেমেই প্রথম হিন্দু সন্ত্রাসবাদের কথা জানতে পারেন তদন্তকারীরা৷ সেই ঘটনার পর অনেকটা সময়ে পেরিয়ে গেছে৷ ২০১৪ সালে বিপুল ভোটে জিতে কেন্দ্রে ফের ক্ষমতায় এসেছে এনডিএ জোট৷ মুসলিমদের মন জয় করতে তিন তালাকের মতো প্রথা বিলোপ করতে উদ্যোগ নিয়েছে মোদি সরকার৷ এই পরিস্থিতিতে মুসলিম অধ্যুষিত মালেগাঁও মোদির গ্রহণযোগ্যতা যাচাই করতেই বিজেপি এতজন মুসলিম প্রার্থী দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ