Advertisement
Advertisement

Breaking News

ক্ষমতায় থেকেও মন্দির নির্মাণে ব্যর্থ, মোদি-যোগীকে কটাক্ষ বিজেপি নেতার

মন্দির বিতর্ক আরও উসকে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী৷

BJP legislator Surendra Singh criticized Modi-Yogi on Mandir
Published by: Tanujit Das
  • Posted:November 18, 2018 9:57 am
  • Updated:November 18, 2018 9:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দির নিয়ে ঘরে-বাইরে ঠিক কতটা চাপে রয়েছে কেন্দ্রের মোদি সরকার, তার প্রমাণ মিলল আরও একবার৷ ‘হিন্দুত্ববাদের ম্যাসকট’ নামে যাঁদের পরিচয়, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজেই এবার হতাশা প্রকাশ করলেন বিজেপি বিধায়ক সুরিন্দর সিং৷ খানিকটা কটাক্ষের সুরেই জানালেন, প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী যোগী দক্ষ প্রশাসক হওয়া সত্ত্বেও, তাঁরা রাম মন্দির নির্মাণ করতে ব্যর্থ৷ কেবল সুরিন্দর সিংই নন, মন্দির ইস্যুতে কেন্দ্রের উপর আরও চাপ বাড়ালেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও৷

[উপত্যকায় ভারতীয় সেনার সাফল্য, এনকাউন্টারে খতম ২ জঙ্গি]

Advertisement

শনিবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মন্দির ইস্যুতে নিজের মত জানাতে গিয়ে দলের দুই শীর্ষ নেতার প্রতি হতাশা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক৷ তিনি জানান, “মোদিজির মতো একজন অসাধারণ প্রধানমন্ত্রী ও যোগীজির মতো একজন দারুণ মুখ্যমন্ত্রীকে পেয়েছি আমরা, যাঁরা দু’জনেই হিন্দুত্ববাদে বিশ্বাস করেন৷ কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে তাঁরা ক্ষমতায় থাকার পরেও মন্দিরে ঠাঁই পাচ্ছেন না ভগবান রাম৷ সমগ্র ভারত ও হিন্দু সমাজের জন্যই এটা অত্যন্ত দুঃখের বিষয়৷ তাঁদের উচিত এমন পরিস্থিতি তৈরি করা, যাতে যেকোনও উপায়ে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়৷” এখানেই শেষ নয়, ধর্মকে সংবিধানেরও উপরে স্থান দিয়েছেন এই বিজেপি নেতা৷ তিনি জানালেন যে, রাম মন্দির নির্মাণে বাধা দেওয়া একদমই উচিত নয়৷ কারণ ধর্ম সংবিধানেরও উপরে৷ একইভাবে মন্দির ইস্যুতে দলের ক্ষমতাসীন মহলকে টার্গেট করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও৷ বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে হাজির হয়ে মন্দির বিতর্ক উসকে দেন তিনি৷ জানান, হিন্দুরা একজোট হলে রাম মন্দির নির্মাণ থেকে তাঁদের কেউ রুখতে পারবে না৷ কারণ ওই স্থানের সঙ্গে হিন্দুদের ভাবাবেগ জড়িয়ে রয়েছে এবং রাম মন্দির প্রতিটি হিন্দুর জন্মগত অধিকার৷

Advertisement

[ছেলেদের সঙ্গে ঘোরে বলেই ধর্ষণের শিকার মেয়েরা, খট্টরের মন্তব্যে বিতর্ক]

সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে অযোধ্যা মামলা৷ আগামী বছর জানুয়ারি মাসে মামলার শুনানির দিনক্ষণ ঠিক হবে৷ কিন্তু বিতর্কিত ওই জমিতে মন্দির তৈরির কাজ এর আগেই শুরু করে দিতে চায় আরএসএস-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ তাঁদের দাবি, এজন্য যদি অর্ডিন্যান্স জারি করতে হয়, তাই করুক মোদি সরকার৷ ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবি জানিয়ে এসেছেন সরসংঘচালক মোহন ভগবত৷ তেমনটা না হলে রক্তক্ষয়ী আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন সংঘের অন্যতম প্রধানকর্তা ভাইয়াজী যোশী৷ কিন্তু রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, মন্দির ইস্যুতে এখনই বেড়ে খেলতে চাইছে না মোদি-শাহ জুটি৷ আসন্ন লোকসভা পর্যন্ত এই ইস্যুকে জিইয়ে রাখতে চাইছেন তাঁরা৷ কারণ, বরাবরের মতো আসন্ন লোকসভার রণাঙ্গনেও রাম মন্দিরই হতে চলেছে গেরুয়া শিবিরের সবচেয়ে শক্তিশালী ‘রণতরী’৷ ফলে এখনই আস্তিনের তাস খরচের পক্ষপাতী নন বিজেপির শীর্ষ কর্তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ