Advertisement
Advertisement
Durga Puja-Ram Temple

লোকসভা ভোটের আগে ‘হিন্দুত্ব’ আবেগে শান, বঙ্গে বিজেপির হাতিয়ার পুজোয় ‘রাম মন্দির’

বাংলার দু'প্রান্তে দুই 'রাম মন্দির' উদ্বোধনে শাহ ও আদিত্যনাথ।

BJP to organize Ram Temple themed Durga Puja to impress voters | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 27, 2023 7:12 pm
  • Updated:August 27, 2023 7:12 pm

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে হিন্দুত্বের আবেগকে উসকে দিতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন আসলে গেরুয়া শিবিরের কৌশলী চাল, তা মনে করছেন নিন্দুকরা। নবনির্মিত সেই রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তবে তার আগে বাংলায় দু-দু’টি ‘রাম মন্দির’ উদ্বোধন হবে। গেরুয়া শিবিরের সেকেন্ড ইন কমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) হাত ধরে কলকাতার লেবুতলা পার্কের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর সূচনা হবে। এখানকার পুজো মণ্ডপ তৈরি হচ্ছে রাম মন্দিরের আদলে। আর দ্বিতীয়টি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটের পুজো। সেখানেও পুজোর থিম রাম মন্দির। শাহর পাশাপাশি থাকতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath)। দু’জনকে আমন্ত্রণের কথা জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।

বছর ঘুরলেই লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়বে। তার আগে হিন্দুত্বের (Hindutwa) আবেগকে উসকে দিতে বেশ কয়েক দফা কৌশল নিয়েছে গেরুয়া শিবির। প্রথমত, জনসংযোগের জন্য দুর্গাপুজোকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছে বিজেপি (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে দলের তরফে যে পুজো হতো, তা এবছর থেকে আর হবে না। তা গতবছরই জানিয়ে দেয় রাজ্য নেতৃত্ব। তাই নেতৃত্বকে নিজেদের এলাকায় পুজোর সঙ্গে যুক্ত হতে হবে বলে নির্দেশ দিয়েছেন জে পি নাড্ডা, বিএল সন্তোষরা। সেইসঙ্গে পুজোর পরেই রাজ্যের দু’টি রথ বের করার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির ঘনিষ্ঠ একটি সংগঠন। লোকসভা ভোটকে পাখির চোখ করেই গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বোনের যৌন হেনস্তার অভিযোগ তুলতে চাপ, রাজি না হওয়ায় খুন দলিত যুবক, হেনস্তা মাকেও

দুর্গাপুজোর (Durga Puja) সঙ্গে সরাসরি যুক্ত থাকেন রাজ্যের শাসকদলের নেতৃত্ব। কিন্তু সেখানে রাজনীতির ছোঁয়া থাকে না। প্রকৃতই সর্বজনীন হয়ে ওঠে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই পুজোতেই এবার রাজনীতির ছোঁয়া দিতে কৌশল নিয়েছে গেরুয়া শিবির। পরিকল্পনা করেই রাজ্যের দুই প্রান্তে দু’টি পুজোর থিম (Theme) করা হয়েছে রাম মন্দির। দক্ষিণবঙ্গের কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যার ও উত্তরবঙ্গের বালুরঘাটের নিউ টাউন ক্লাব ও পল্লি পীঠাগারের পুজোর থিম একই।

Advertisement

[আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণের দায় কার? বিজেপি বলছে রথীন ঘোষ, ISF-কে দুষছে তৃণমূল]

সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও বালুরঘাটের (Balurghat) পুজোর কর্তা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এতদিন বালুরঘাটের শহরের নিউ টাউন ক্লাব ও পল্লি পাঠাগারের সদস্য হিসেবে থাকলেও সম্প্রতি ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সজল ঘোষ (Sajal Ghosh) জানান, রাজ্য সভাপতির মাধ্যমে অমিত শাহকে আমন্ত্রণ জানান হয়েছে। দু’টি পুজোতেই হাজির থাকার বিষয়ে তিনি মৌখিক সম্মতি দিয়েছেন হলে জানান। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও পুজোর সময় রাজ্যে আসতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ