Advertisement
Advertisement

সন্ত্রাস বিধ্বস্ত জম্মুতে গেরুয়া ঝড়, শুভেচ্ছা অমিতের

লোকসভা নির্বাচনের আগে বড় প্রাপ্তি, মত রাজনৈতিক মহলের৷

BJP wins in Jammu, victory for Congress in Valley
Published by: Tanujit Das
  • Posted:October 21, 2018 1:27 pm
  • Updated:October 21, 2018 1:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস বিধ্বস্ত উপত্যকার পুর নির্বাচনে বড় জয় পেয়েছে গেরুয়া শিবির৷ এরপরেই উপত্যকায় দলের নেতা-কর্মীদের জয়ের শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বললেন, এই ফলাফল প্রমাণ করে যে উপত্যকার মানুষ নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের ধারায় শামিল হতে চান এবং তাঁরা প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রাখেন৷ একইভাবে কাশ্মীরে আবার ভাল ফল করেছে কংগ্রেস৷ সেখানে তারাই সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে৷

[সেনা-জঙ্গি গুলি বিনিময়ে উত্তপ্ত উপত্যকা, খতম ৩ জঙ্গি]

শনিবার ফলাফল ঘোষণার পরই আলাদা আলাদা দুটি টুইটে উপত্যকায় দলের সদস্য-সমর্থকদের শুভেচ্ছা জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ তিনি বলেন, ”এই ফলাফলের জন্য রাজ্য বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না ও অন্যান্য কর্মকর্তাদের শুভেচ্ছা৷ জম্মু ও কাশ্মীর উপত্যকায় যথাক্রমে ২১২টি এবং ১০৬টি ওয়ার্ডে জয়লাভ করেছে বিজেপি৷ মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি আমরা৷” সন্ত্রাস বিধ্বস্ত উপত্যকায় গেরুয়া শিবিরের এই জয়কে আসন্ন লোকসভার আগে বড় করেই দেখছে রাজনৈতিক মহল৷ নির্বাচনী প্রচারপর্বে এই জয়ের ফায়দা ওঠাতে বদ্ধপরিকর পদ্মশিবিরও৷

[আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালন মোদির, লালকেল্লায় উড়ল তেরঙ্গা]

শনিবার ব্যালট বাক্স খুলতেই দেখা যায় জম্মুর ৭৫টি আসনের মধ্যে বিজেপি একাই জয়লাভ করেছে ৪৩টি আসনে৷ এছাড়া নির্দল প্রার্থীরা জিতেছে ১৮টি আসন এবং কংগ্রেস জিতেছে মাত্র ১৪টি আসনে৷ অন্যদিকে, শ্রীনগরে দাপট দেখিয়েছে নির্দলরা৷ ৭৪টি আসনের মধ্যে তারা পেয়েছে ৪৯টি আসন, কংগ্রেস ১২টি ও বিজেপি মাত্র ৪টি আসন পেয়েছে৷ কাশ্মীর উপত্যকায় ভাল ফল করেছে কংগ্রেস৷ সংবিধানের ৩৫-এ ধারা বজায় রাখার দাবিতে এবং কেন্দ্রের বিরোধিতা করে এই পুর নির্বাচন বয়কট করেছে উপত্যকার দুটি বড় আঞ্চলিক শক্তি পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স৷ ফলে সরাসরি লড়াই হয় কংগ্রেস ও বিজেপির মধ্যে৷ যেখানে বাজিমাত করে গেরুয়া শিবির৷ ২০১৯-এর লোকসভার আগে এই ফলাফল মোদি-শাহদের কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ