Advertisement
Advertisement

Breaking News

গম্ভীর দিল্লি নির্বাচন

‘দিল্লির মানুষকে আমরা বোঝাতে পারিনি’, হার স্বীকার করে মন্তব্য গম্ভীরের

জয়ের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন প্রাক্তন ভারতীয় তারকা।

BJP's Gautam Gambhir reacts on Delhi election result
Published by: Sulaya Singha
  • Posted:February 11, 2020 4:51 pm
  • Updated:February 11, 2020 4:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্সিট পোলেই মিলেছিল ইঙ্গিত। ভোটগণনায় সেই ছবিই বাস্তবায়িত হল। প্রত্যাশিতভাবে দিল্লির মসনদে ফের আসিন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির আসন সংখ্যা বেশি হলেও আম আদমি পার্টির ধারে-কাছেও পৌঁছতে পারেনি গেরুয়া শিবির। অকপটেই হার স্বীকার করে নিয়েছেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা থেকে ধর্মীয় মেরুকরণের চেষ্টা- দিল্লির দখল নিতে সবরকম প্রয়াসই করেছিল গেরুয়া শিবির। কিন্তু আখেরে লাভ হয়নি। নামের পিছনে না দৌড়ে কেজরির কাজ দেখেই ভোট দিয়েছেন দিল্লিবাসী। তাতেই তৃতীয়বার কেল্লাফতে করল আম আদমি পার্টি। আরও একবার কুরসিতে বসা কেজরিকে অভিনন্দন জানিয়েছেন গম্ভীর। পূর্ব দিল্লির সাংসদ বলেন, “ফলাফল আমরা মেনে নিয়েছি। অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লিবাসীকে অভিনন্দন জানাই। আমরা আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু এ রাজ্যের মানুষকে বোঝাতে পারিনি। আশা করি, অরবিন্দ কেজরিওয়ালের সরকার দিল্লির উন্নতিসাধন করবে।”

Advertisement

[আরও পড়ুন: ধর্মীয় ভেদাভেদে অনীহা, দিল্লির বাঙালি মহল্লায় এবারও ফুটল না পদ্ম]

মঙ্গলবার সকালে ভোটগণনা শুরুর পরও বেশ আত্মবিশ্বাসের সুরেই মনোজ তিওয়ারি জানিয়েছিলেন, বিপুল আসনে জিতে রাজধানীতে ক্ষমতায় আসবে বিজেপি। এক্সিট পোলের সম্ভাবনার কথা উড়িয়ে দিল্লির বিজেপি সভাপতি বলেছিলেন, “আমরা ৪৮-এর বেশি আসন পাব। ৫৫টা আসনে জয়ী হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।” কিন্তু ভোটগণনা এগোতেই সত্যই হয় এক্সিট পোলের ইঙ্গিত। আর মনোজ তিওয়ারির সেই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই হারের স্বীকারোক্তি শোনা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গম্ভীরের গলায়।

Advertisement

আম আদমি পার্টি নেত্রী অতীশীর বিরুদ্ধে লোকসভা ভোটে জয়ী হয়েছিলেন গম্ভীর। সেই অতীশী এদিন বিজেপির ধরমবীর সিংকে হারিয়ে কালকাজি থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। এদিন হার স্বীকার করে বিজেপির আরেক নেতা পারভেশ বর্মা বলেন, “আমরা ফলাফল মেনে নিয়েছি। পরের নির্বাচনের আগে আমরা আরও বেশি পরিশ্রম করব।”

[আরও পড়ুন: গুরুর ভূমিকায় ফের সফল প্রশান্ত কিশোর, বজায় রাখলেন ঈর্ষণীয় রেকর্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ