Advertisement
Advertisement

নোট বদলে দুর্নীতি রুখতে এবার আঙুলে কালির দাগ, সিদ্ধান্ত কেন্দ্রর

সাধারণ মানুষের সাহায্যে এই সিদ্ধান্ত কেন্দ্রর৷

Black ink will be applied after exchanging money: Govt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 15, 2016 1:20 pm
  • Updated:November 15, 2016 1:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বদলে দুর্নীতি রুখতে আরও কড়া হল কেন্দ্র৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস জানালেন, এবার থেকে নোট বদল করলে আঙুলে দেওয়া হবে কালো কালির দাগ৷ একই ব্যক্তি যাতে এক দিনেই বার বার নোট বদল করতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন তিনি৷

বৈঠকে তিনি জানিয়েছেন, রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রাথমিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ তার উপর একই ব্যক্তি যদি বারংবার ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে নোট বদল করেন তাতে সমস্যা আরও বাড়ছে৷ কিছু ব্যক্তি টাকা পেলেও বাকি মানুষ টাকা বদল করতে পারছেন না৷ আর এই সমস্যার সমাধান হিসাবেই আঙুলে কালো কালির ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ কেন্দ্রের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিকে গোটা বিষয়টি সম্পকে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisement

এর পাশাপাশি, অর্থসচিব আরও বলেন, নোট বাতিল সংক্রান্ত বহু খবর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে যাচ্ছে৷ সেই তথ্যগুলি আদৌ সত্যি নয়৷ আর এই ভাবেই নোট সংক্রান্ত ভুল খবর চারদিকে রটছে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রটে যাওয়া এই গুজবে কান না দেওয়ার আর্জি জানান তিনি৷

Advertisement

অর্থসচিব এদিন সাফ জানিয়ে দেন, টাকা নিয়ে সাধারণ মানুষের চিন্তার কোনও কারণ নেই৷ প্রয়োজন মত টাকার জোগান মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্র যথাযথ উদ্যোগ নিচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ