Advertisement
Advertisement

Breaking News

আইএএস অফিসারের রহস্যজনক মৃত্যু, রাস্তা থেকে উদ্ধার দেহ

কেন রাস্তার পাশের গেস্ট হাউসে দু’দিন ধরে ছিলেন ওই অফিসার? উঠছে প্রশ্ন

Body of IAS officer found lying near road in Lucknow
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2017 6:11 am
  • Updated:May 17, 2017 6:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা থেকে উদ্ধার হল আইএএস অফিসারের মৃতদেহ৷ মৃতের নাম অনুরাগ তিওয়ারি৷ জানা গিয়েছে, কেরল ক্যাডারের ২০০৭ ব্যাচের আইএএস অফিসার ছিলেন তিনি৷ বুধবার ভোরে উত্তরপ্রদেশের লখনউ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ৷

জানা গিয়েছে, মৃত আইএএস অফিসার উত্তরপ্রদেশের বহরাইচ এলাকার বাসিন্দা৷ যা লখনউ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত৷ এদিন সকালে স্থানীয়রাই তাঁর মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন৷ তাঁরাই পুলিশে ফোন করে জানায়৷ পুলিশ এসে দেখে রাস্তার উপর উল্টে পড়ে রয়েছে মৃতদেহটি৷ অনুরাগের আইকার্ড থেকে তাঁর পরিচয় জানতে পারে পুলিশ৷ প্রায় সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয় তাঁর দেহ৷ খবর দেওয়া হয়েছে অনুরাগের পরিবারকে৷

Advertisement

[সমতলে জয়ের ধারা অব্যাহত, পাহাড়ে মিরিক দখল তৃণমূলের]

Advertisement

তবে কী কারণে এই মৃত্যু, তা নিয়ে ধন্দে পুলিশ৷ জানা গিয়েছে, কাছেই মীরা গেস্ট হাইসে গত দু’দিন ধরে ছিলেন অনুরাগ৷ তাঁর পাশের রাস্তাতেই উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ৷ কেন ওই গেস্ট হাউসে তিনি উঠেছিলেন? এর নেপথ্যে কোনও ব্যক্তিগত কারণ ছিল? নাকি পেশার কারণে তিনি এসে উঠেছিলেন সেখানে? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ৷

পাশাপাশি আইএএস অফিসারের মৃত্যু নিয়েও সন্দিহান পুলিশ৷ পুলিশের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অনুরাগের৷ আবার এর নেপথ্যে মাফিয়ার হাত থাকতে পারে বলেও অনুমান পুলিশের৷ ঘটনাস্থলে এসে পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরা৷ পুরো ঘটনা খতিয়ে দেখছেন তাঁরা৷

[‘বাবা আমার চিকিৎসা করাও’, মৃত্যুর পর ভাইরাল খুদের আর্তি]

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই আত্মহত্যা করেছিলেন সিনিয়র আইএএস অফিসার সঞ্জীব দুবে৷ লখনউয়ে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল তাঁর মৃতদেহ৷ নিজের মৃত্যুর কারণ হিসেবে সুইসাইড নোটে শারীরিক অসুস্থতাকে দায়ী করে গিয়েছিলেন আইএএস অফিসার৷ কিন্তু গুঞ্জন উঠেছিল মানসিক অবসাদ নিয়েও৷ ফের লখনউতেই আরও এক সিনিয়র আইএএস অফিসারের মৃত্যু নতুন করে প্রশ্ন তুলে দিল৷

[সুকমার বদলা, পুলিশ-সেনা যৌথ অভিযানে নিকেশ ২০ মাওবাদী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ