Advertisement
Advertisement

চিন-পাকিস্তানের হুঁশ উড়িয়ে ভারতের হাতে অত্যাধুনিক ব্রিটিশ প্রযুক্তি

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই চালাবে ভারত ও ব্রিটেন।

Bolstering ties UK offers top notch defence technology to India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2017 10:20 am
  • Updated:November 15, 2019 3:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করে ভারতকে সমরাস্ত্র তৈরি করার অত্যাধুনিক প্রযুক্তি দেবে ব্রিটেন৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই চালাবে ভারত ও ব্রিটেন৷ সন্ত্রাসবাদের বিষবৃক্ষ কেটে ফেলতে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে ভারতকে সাহায্য করতে চায় সে দেশ৷ ভারত সফরে এসে বুধবার এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট ফর ডিফেন্স, মাইকেল ফেলন৷ ইতিমধ্যে, সন্ত্রাসবাদীদের মদত দেওয়া নিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

[ইজরায়েলের সঙ্গে ২ বিলিয়ন ডলারের মিসাইল চুক্তি স্বাক্ষর ভারতের]

Advertisement

আজ ভারত ও ব্রিটেনের মধ্যে অনুষ্টিত হতে চলেছে প্রথম ‘ইন্ডিয়া-ইউকে স্ট্রাটেজিক ডায়ালগ’৷ প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা ও বিশ্বসন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালানোর বিষয়ে ব্রিটিশ প্রতিনিধি মাইকেল ফেলনের সঙ্গে আলোচনায় বসবেন অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি৷ ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লন্ডন সফরের সময় দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়িয়ে তোলার কথা হয়৷

Advertisement

[‘হিন্দুদের সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহার করছেন মমতা’]

‘ব্রেক্ষিট’-র পর ভারত-সহ একাধিক দেশের সঙ্গে সম্পর্ক জোরালো করতে চাইছে ব্রিটেন৷ সম্প্রতি, লন্ডন, সেন্ট পিটার্সবুর্গ, ইজিপ্ট-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া সন্ত্রাসবাদী হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন ফেলন৷ তাই সাইবার সন্ত্রাস ও জেহাদীদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে সহযোগিতার কথা বলেন তিনি৷ তিনি আরও বলেন, ব্রিটেন ও ভারতের যৌথপ্রয়াস প্রতিরক্ষা ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসবে৷ আগামী ১২ মাসের মধ্যে এনিয়ে সমস্ত প্রস্তুতি সেরে নিতে চান তিনি বলে জানিয়েছেন ফেলন৷

[মেয়ের বিয়েতে দেড় কোটি টাকা পণ, আয়কর দপ্তরের নজরে চা-বিক্রেতা]

ফেলনের ভারত সফর ও সামরিক প্রযুক্তি হস্তান্তরের বিষয় নিয়ে প্রবল উদ্বেগে রয়েছে চীন ও পাকিস্তান৷ সম্প্রতি বৌদ্ধ ধর্মগুরু দলাইলামার অরুণাচল সফর নিয়ে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে৷ ভারতকে এর ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারিও দেয় চিন৷ এমন পরিস্থিতিতে ফেলনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা৷

প্রসঙ্গত, ইজরায়েলের থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের মিসাইল কিনতে চুক্তিবদ্ধ হয়েছে ভারত। ‘ইজরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিস’ (আইএআই) জানিয়েছে, ভারতকে ‘মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার’ (এমআরএসএম) মিসাইল সিস্টেমের অত্যাধুনিক সংস্করণ সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয়েছে তারা।

[পুরুষ দেখলেই পোশাক খুলে ফেলতেন এই রোগিণী, তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ