Advertisement
Advertisement

ধর্ষিতাকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের কর্তব্য, মত আদালতের

পুরো বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা উচিত বলেই মত আদালতের৷

Bombay HC lashes Govt, says compensating rape Victim is an obligation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 11:44 am
  • Updated:March 1, 2017 11:44 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষিতাকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের কাছে বাধ্যতামূলক কর্তব্য৷ তা কোনওভাবেই দয়া বা দাক্ষিণ্য নয়৷ এক ধর্ষণ মামলার প্রেক্ষিতে মহারাষ্ট্র সরকারকে এরকম কড়া কথা শোনাল বম্বে আদালত৷

গুরমেহরের সমর্থনকারীরা পাকিস্তানের পক্ষে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর

ধর্ষণের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এক ১৪ বছরের কিশোরী৷ সরকারি যোজনার আওতাতেই তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে সে৷ কিন্তু শুনানি চলার সময়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বড়জোর দু’লক্ষ টাকা দেওয়া যেতে পারে৷ কেননা ধর্ষণের ঘটনা বলে যা বলা হচ্ছে, তাতে দুই পক্ষেরই সহমত ছিল বলে মনে করছে প্রশাসন৷ সরকারের এই মনোভাব মোটেই সন্তুষ্ট করতে পারেননি বিচারকদের৷ শুনানি চলাকালীনই তাঁরা তাঁদের ক্ষোভ গোপন করতে পারেননি৷প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জি এস কুলকার্নির ডিভিশন বেঞ্চ, এই মনোভাবকে নির্দয় বলে আখ্যা দেয়৷ জানানো হয়, ১৪ বছরের কিশোরী এতটাও পরিণত নয় যে এরকম কোনও সিদ্ধান্ত নেবে৷ তার ফলাফল কী হতে পারে, তাও একজন কিশোরীর পক্ষে বোঝা সম্ভব নয় বলেই মত আদালতের৷ আর এরপরই সরকারের সমালোচনা করে আদালত জানায়, সরকার যদি আবেগ দিয়ে পুরো বিষয়টি বিচার না করে তাহলে কিছুই হবে না৷ সতর্ক করে দিয়ে আদালতের তরফে বলা হয়, যে ক্ষতিপূরণ ধর্ষিতাকে দেওয়া হচ্ছে তা প্রশাসনের বাধ্যতামূলক কর্তব্যের মধ্যে পড়ে৷ তা কখনওই ভিক্ষা বা দয়া-দাক্ষিণ্যের পর্যায়ে পড়ে না৷ পুরো বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা উচিত বলেই মত আদালতের৷

Advertisement

কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ