৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

রেডিও শো’য়ে মোদির মাকে অপমানজনক কথা, নেটদুনিয়ায় ট্রেন্ডিং ‘Boycott BBC’

Published by: Abhisek Rakshit |    Posted: March 3, 2021 9:34 pm|    Updated: March 4, 2021 11:12 am

'Boycott BBC' trends on Twitter after radio show caller uses offensive remarks against PM Narendra Modi's mother | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি (BBC)। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘বিগ ডিবেট’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মা’র উদ্দেশে কটূক্তি করেন সিমোন নামে জনৈক শ্রোতা। আর সেই অডিও ক্লিপটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের একাংশ। অনেকেই বিবিসির সমালোচনায় মুখর হয়ে টুইট করেন। ইতিমধ্যে ট্রেন্ডিংও হয়েছে #Boycott BBC।

সম্প্রতি বিবিসিতে আয়োজিত হয়েছিল ওই অনুষ্ঠানটি। যেখানে আলোচ্য বিষয় ছিল, ব্রিটেনে বসবাসরত ভারতীয় এবং শিখদের কতটা বর্ণবিদ্বেষের শিকার হতে হয়। সেখানেই কথায় কথায় চলে আসে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রসঙ্গও। সেই নিয়ে বক্তব্য রাখতে গিয়েই সিমোন নামে জনৈক শ্রোতা এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। এরপরই তিনি প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদির বিরুদ্ধে বাজে মন্তব্য করেন। পরবর্তীতে সঞ্চালক সেই প্রসঙ্গটি থেকে মুখ ঘোরাতে চাইলেও বিতর্ক থামাতে পারেননি।

[আরও পড়ুন: নারী নির্যাতন নিয়ে বাংলাকে আক্রমণের দিনই অনাচার যোগীরাজ্যে! গর্ত থেকে উদ্ধার কিশোরীর দেহ]

এদিকে, শোয়ের আয়োজকরা বিতর্কিত অংশটি রেখেই দেন। আর এরপরই ওই অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। মুহূর্তে উষ্মা প্রকাশ করতে শুরু করেন ভারতীয়রা। এরপরই ট্রেন্ডিং হয়ে যায় #Boycott BBC হ্যাশট্যাগটি। অনেকে আবার চ্যানেলটিকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানান। বেশ কয়েকজন বিজেপি নেতাও টুইটে সমালোচনা করেন।

 

[আরও পড়ুন: এবার মাদ্রাসায় পড়ানো হবে গীতা-রামায়ণ, নয়া শিক্ষানীতিতে জোর কেন্দ্রের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে