Advertisement
Advertisement

Breaking News

ব্রাহ্মণরাও গো-মাংস খেতেন, বিস্ফোরক দাবি বিজেপি নেতার

দিকে দিকে গো-মাতা রক্ষার হিড়িকে কেন এমন মত নেতার?

Brahmins ate beef before India became agrarian country, BJP leader's comment sparks controversy

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2017 4:23 am
  • Updated:June 7, 2017 4:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-হত্যা রুখতে উঠেপড়ে লেগেছে শাসকদল বিজেপি। দিকে দিকে নেতারা গো-মাতার প্রচারে ব্যস্ত। এমনকী গোরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার আর্জি জানিয়েছেন এক বিদায়ী বিতর্কিত বিচারক। এই আবহেই বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি নেতা বমন আচার্য। তাঁর দাবি, ব্রাহ্মণরাও একসময় গো-হত্যা করতেন ও গো-মাংস খেতেন।

পরকীয়ার জেরে জামাইবাবুর বোনের মাথায় সিঁদুর দিল যুবক  ]

Advertisement

বিজেপির এই নেতা কর্নাটকের মুখপাত্রও বটে। সে রাজ্যের এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে এহেন মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দেশ যখনও কৃষিজীবী হয়ে ওঠেনি, তখন ব্রাহ্মণরাও গো-হত্যা করতেন মাংস খাওয়ার জন্য কেননা সেটাই ছিল রেওয়াজ। যে কেউই গো-মাংস খেতেন। কৃষিজীবী হওয়ার পর থেকেই এই প্রথায় ইতি পড়ে।

Advertisement

ডিমের পর এবার ছড়াল প্লাস্টিক চালের আতঙ্ক ]

ইতিহাসের আলোতেই গো-হত্যা রোখার বিষয়টি ব্যাখ্যা করতে চেয়েছিলেন এই নেতা। কেন গো-হত্যা বন্ধ হওয়া উচিত, তা বোঝাতে গিয়েই কিন্তু পড়লেন বেকায়দায়। ব্রাহ্মণদের সঙ্গে গো-মাংসের সম্বন্ধ টানায় খুশি নন দলের বহু নেতাই। দল তাঁর মন্তব্যের সঙ্গে সহমত নয় বলেই জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা সুরেশ কুমার। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, আচার্যর মন্তব্য দলীয় মতাদর্শের পুরোপুরি বিরোধী।

দলের সমালোচনার মুখে পড়েই শেষমেশ নিজের মন্তব্য থেকে সরে আসেন ওই নেতা। জানান, এ নিয়ে আরও জলঘোলা হোক তা তিনি চান না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ