Advertisement
Advertisement

Breaking News

কথা রাখলেন মোদি, বলিউডে পাইরেসি আটকাতে বড় ঘোষণা কেন্দ্রের

লাভবান হবেন অন্য ভাষার চলচ্চিত্র নির্মাতারাও৷

Budget 2019: Anti-movie piracy move announced
Published by: Tanujit Das
  • Posted:February 1, 2019 1:39 pm
  • Updated:February 1, 2019 1:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড তারকাদের তিনি যে কথা দিয়েছিলেন, তা পূরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাইরেসি রুখতে অন্তর্বর্তী বাজেটে বড় পদক্ষেপ ঘোষণা করল কেন্দ্র৷ অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল জানালেন, পাইরেসি বন্ধ করতে আরও কঠোর আইন আনবে সরকার৷ সিনেমাটোগ্রাফি অ্যাক্টে পরিবর্তন এনে পাইরেসি সংক্রান্ত নয়া ধারা যোগ করা হবে৷ এছাড়া লালফিতের জট থেকে চলচ্চিত্রকে মুক্ত করতে এবং ছবি নির্মাতাদের ঝক্কি কমাতে, ‘সিঙ্গেল উইন্ডো’ পরিষেবা শুরু করবে কেন্দ্র৷

[আয়ুষ্মান ভারত প্রকল্পে গরিবের সঞ্চয় ৩ হাজার কোটি ]

Advertisement

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলিউডের এক ঝাঁক তারকা৷ পরিচালক করণ জোহরের নেতৃত্বাধীন সেই দলে ছিলেন অভিনেতা রণবীর সিং, রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, আলিয়া ভাট, পরিচালক রোহিত শেট্টি-সহ আরও অনেকে৷ সূত্রের খবর উক্ত বৈঠকে নিজেদের একাধিক অসুবিধার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন বলিউডের প্রতিনিধিরা৷ যার মধ্যে অন্যতম ছিল, সিনেমা নির্মাণের কর ছাড়ের পরিমাণ বাড়ান, কঠোর হাতে পাইরেসির মোকাবিলা করা এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে নিয়মের বেড়াজাল লঘু করা৷ শুক্রবারের বাজেটে বলিউডের প্রতিনিধিদের পেশ করা দাবি-দাওয়ার অনেকটাই মিটিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাজেট পেশের সময় পীযূষ গোয়েল বলেন, ‘‘পাইরেসি রুখতে কঠোর ব্যবস্থা নেবে সরকার৷ সর ভাষার চলচ্চিত্র নির্মাতাদের জন্য নিয়ম সহজসাধ্য করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের৷ যাতে নিয়মের জাঁতাকল থেকে বেরিয়ে ‘সিঙ্গল উইন্ডো’ প্রক্রিয়া তৈরি হয়, তারই ব্যবস্থা করবে কেন্দ্র৷ এতে লাভবান হবেন চলচ্চিত্র শিল্পীরা৷’’

Advertisement

[বেঙ্গালুরুতে ভেঙে পড়ল যুদ্ধবিমান, দগ্ধ হয়ে মৃত্যু পাইলটের]

বিশেষজ্ঞদের হিসাব বলছে, প্রত্যেক বছর পাইরেসির জন্য ২.৫ বিলিয়ন ডলার অর্থ লোকসান করে ভারতীয় মিডিয়া ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি৷ বাজেটে কেন্দ্রের এই ঘোষণার ফলে সেই ঘাটতি অনেকাংশে মেটানো যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা৷ ফলে এই বাজেট বলিউডের মুখে হাসি ফোটাবে বলেই অনুমান তাঁদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ